ঘামের দুর্গন্ধ? জেনে নিন এতে শরীরে কী কী অসুখ বাসা বাঁধছে

Slider লাইফস্টাইল

প্রত্যেক মানুষের নিজস্ব একটা গায়ের গন্ধ রয়েছে যেটা বেশ মিষ্টিও হতে পারে আবার বেশ দুর্গন্ধপূর্ণও হতে পারে। গায়ের গন্ধের নেপথ্যে থাকে অনেকগুলো কারণ যেমন খাওয়া দাওয়া, জীবনযাত্রার ধরণ, একজন ব্যক্তি পুরুষ না মহিলা কিংবা কোনও ব্যক্তি বিশেষ কোনও ওষুধ খান কি না।

কিছু কিছু স্বাস্থ্যগত ঝুঁকির কারণে ঘামে তীব্র গন্ধ হতে পারে। আপনার ঘামে কি তীব্র শ্বাসরোধী গন্ধ হচ্ছে? Body Odour খুব সাধারণ জিনিস তবে এটি সম্পর্কে কেউ প্রকাশ্যে কথা বলে না। যাদের ঘামের দুর্গন্ধ থাকে তাদের অস্বাস্থ্যকর বলে মনে করা হয়। অনেক বেশি বর্জ্য ও বিষাক্ত পদার্থ Body Odour-এর মধ্যে থাকলে এ ধরনের গন্ধ হয়। এক থেকে দু’দিন এমন গন্ধ হলে চিন্তার কারণ নেই। তবে এ ধরনের গন্ধ অনেক দিন ধরে হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

ব্রোমিড্রোসিস (Bromhidrosis) : এটি অতিরিক্ত Body Odour হিসাবে পরিচিত। এটি ঘটে যখন আপনার ত্বকে উপস্থিত ব্যাকটেরিয়াগুলি ঘাম ভেঙে দেয় এবং একটি অদ্ভুত গন্ধ বের হয়। যে লোকেরা প্রচুর ঘাম হয় তারা এই চিকিৎসা ব্যবস্থাটি অনুভব করতে পারেন। ব্রোমিড্রোসিস দুই প্রকারের হয়ে থাকে। একক্রাইন- ব্রোমিড্রোসিস হাত, পা এবং মাথা থেকে শরীরের গন্ধ দ্বারা চিহ্নিত করা হয়। এই অবস্থার জন্য ইক্রাইন গ্রন্থি দায়ী। অ্যাপোক্রাইন- বিশেষজ্ঞদের মতে, অত্যধিক ঘাম হওয়ার কারণে এপোক্রাইন গ্রন্থি এই অবস্থার জন্য দায়ী।

থাইরয়েড (Thyroid) : আপনার যদি থাইরয়েড থাকে তবে আপনার শরীরের দুর্গন্ধ হবে। অপ্রচলিত বা অতিভোজী থাইরয়েড ঘামের প্রতিক্রিয়া পরিবর্তন করে। কোনও কারণ ছাড়াই আপনার শরীরে গন্ধের কারণ এটি। যদি আপনার শরীরের এই রকমের সমস্যা দেখা যায় তবে, আপনার চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করা উচিত।

ডায়াবিটিস (Diabetes) : ডায়াবিটিস রোগীদের শরীরে অনেক জটিলতা রয়েছে তাদের মধ্যে অন্যতম Body Odour। এর কারণ হ’ল রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি।

হাইপারহাইড্রোসিস (Hyperhidrosis) : হাইপারহাইড্রোসিসশরীরের ঘামের সময় সাধারণত গন্ধ হয় না। তবে কিছু কিছু ক্ষেত্রে এটি আপনার ঘামের দুর্গন্ধও দেখা দিতে পারে। এটি তখন ঘটে যখন শরীরে উপস্থিত ব্যাকটেরিয়া ঘামের সঙ্গে মিশে যায় এবং একটি দুর্গন্ধযুক্ত গন্ধ তৈরি করে।

হাইপারহাইড্রোসিস দুই ধরণের : Primary hyperhidrosis- এর মধ্যে প্রধানত হাত, আন্ডারআর্মস, মাথা এবং পা থেকে দুর্গন্ধ হয়। Secondary hyperhidrosis- এই চিকিত্সা অবস্থায় পুরো শরীরের ঘামের গন্ধ থাকে। যখন এই অবস্থা থেকে মুক্তি পাওয়া যায়, ঘাম বন্ধ হয়ে যায়। এন্টিডিপ্রেসেন্ট ড্রাগস, আয়রন সাপ্লিমেন্টস এবং জিঙ্ক সাপ্লিমেন্টগুলির কারণে এই পরিস্থিতিতে অতিরিক্ত ঘাম হয়।

লিভারের কর্মহীনতা এবং কিডনিতে ব্যর্থতা
লিভারের কর্মহীনতা, কিডনিতে ব্যর্থতা এবং হরমোনের ওঠানামাও Body Odour জন্য একটি কারণ। যদি আপনি নিজেও Body Odour সহ্য করতে না সক্ষম না হন তবে বুঝতে হবে এটি স্বাভাবিক নয় এবং এজন্য চিকিৎসকের পরামর্শ করা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *