দক্ষিণবঙ্গ বন্ধ করে দেওয়ার হুমকি দিলেন চিফ হুইপ

Slider ফুলজান বিবির বাংলা


জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, ‘এখন আর কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। কারণ যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে জনগণ তখন বুঝে নাই। জনগণ যদি রাস্তায় নামতো তাহলে ওই কয়েকজন সেনাবাহিনী বঙ্গবন্ধুকে হত্যা করে রেহাই পেত না। আজকে যদি শেখ হাসিনার কিছু হয়, ইনশাআল্লাহ সারা বাংলাদেশের মানুষ রাস্তায় নামবে। আর এই দক্ষিণবঙ্গের মূল হলো শিবচর। শিবচরের সবাই মিলে এই দক্ষিণবঙ্গ বন্ধ করে দেওয়া হবে।’

আজ বুধবার মাদারীপুরের শিবচরের মাদবরচর ইউনিয়নের বাখরেরকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন শেষে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে চিফ হুইপ এসব কথা বলেন।

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চিফ হুইপ বলেন, ‘বিদেশিরা যা বলেছে, সবাই যেটা চাচ্ছে, সাধারণ মানুষ যেটা চায়, তা হলো- একটি সুষ্ঠু, নিরপেক্ষ, প্রতিযোগিতামূলক নির্বাচন। আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি শুধুমাত্র আওয়ামী লীগের মধ্যেই নির্বাচন ওপেন করে দেওয়া হয় তাহলে এত বড় প্রতিযোগিতামূলক নির্বাচন হবে যা বিএনপি আসলেও হবে না। বিএনপি যদি মনে করে তাদের ছাড়া নির্বাচন হবে না, সেটা ভুল ধারণা। আপনাদের দল টিকানোর জন্য নির্বাচনে আসতে হবে। আপনারা যদি বারবার নির্বাচন নিয়ে এমন ষড়যন্ত্র করেন তাহলে আপনাদের পরিণতি এক সময় ওই পাকিস্থানের মুসলিম লীগের মতোই হবে। আমরাও চাই একটি সুষ্ঠু, নিরপেক্ষ, প্রতিযোগিতামূলক নির্বাচনের মধ্যে দিয়ে সরকার গঠন হবে। জনগণের স্মার্ট বাংলাদেশের জন্য আমরা তেমনিভাবে স্মার্ট ছেলে মেয়েদেরকে তৈরি করব।’

চিফ হুইপ নবনির্মিত শেখ হাসিনা ইনস্টিটিউট অফ হেলথ্ টেকনোলজির (আই এইচ টি) শিক্ষা কার্যক্রমের উদ্বোধন ও পরিচিতি অনুষ্ঠানে বক্তব্য দেন। অনুষ্ঠানগুলোতে মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ. লতিফ মোল্লা, পৌরসভার মেয়র মো. আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শাজাহান মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *