এক দফা দাবিতে বিএনপির দ্বিতীয় দিনের পদযাত্রা শুরু

Slider রাজনীতি


সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে দ্বিতীয় দিনের মতো পদযাত্রা শুরু করেছে বিএনপি। আজ বুধবার ঢাকা মহানগর আয়োজিত পদযাত্রাটি বেলা ১১টা ১০ মিনিটে আব্দুল্লাহপুরের পলওয়ে মার্কেটের সামনে থেকে শুরু হয়েছে।

তবে পদযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশ করেছে বিএনপি। সমাবেশ শেষে পদযাত্রাটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কুড়িল বিশ্বরোড, নতুনবাজার, বাড্ডা, রামপুরা ব্রিজ, মালিবাগের আবুল হোটেলের সামনে দিয়ে খিলগাঁও, বাসাবো, মুগদা, সায়েদাবাদ হয়ে যাত্রাবাড়ী চৌরাস্তায় গিয়ে শেষ হবে।

আজকের পদযাত্রায় নেতৃত্ব দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান। অনুষ্ঠান সঞ্চালনা করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক।
ছবি: আমাদের সময়

জানা গেছে, এদিন ভোর থেকেই রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ডের দলীয় নেতাকর্মীরা মিছিল নিয়ে পদযাত্রা কর্মসূচিতে উপস্থিত হয়েছেন। এ সময় তারা সরকারবিরোধী নানা স্লোগান দেন।

এদিকে, পদযাত্রাকে কেন্দ্র করে সড়কের এক পাশে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। গণপরিবহনের যাত্রীদের ভোগান্তি নিয়ে ফুটপাত দিয়ে হেঁটে যেতে দেখা গেছে।
ছবি: সংগৃহীত

এ ছাড়া আজ যুগপৎ আন্দোলন শরিক দলগুলো নিজ নিজ দল ও সংগঠনের ব্যানারে কর্মসূচি পালন করবে।

গণতন্ত্র মঞ্চ জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে বেলা ১১টায়, ১২ দলীয় জোট বিকেল ৪টায় কমলাপুর স্টেডিয়াম থেকে, জাতীয়তাবাদী সমমনা জোট দুপুর ১২টায় কমলাপুর স্টেডিয়াম সামনে থেকে, গণফোরাম ও পিপলস পার্টি দুপুর ৩টায় মতিঝিল নটরডেম কলেজ উল্টো দিকে গণফোরাম চত্বর সামনে থেকে, এলডিপি দুপুর ৩টায় কারওয়ান বাজারের এফডিসি সংলগ্ন দলীয় অফিস সামনে থেকে, লেবার পার্টি পুরানা পল্টন কস্তুরী গলি থেকে বেলা ১১টায়, বাংলাদেশ সাধারণ ছাত্র গণঅধিকার সংরক্ষণ পরিষদ বিকেল ৪টায় শাহবাগ থেকে, সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট পুরানা পল্টন মোড় থেকে বেলা ১১টায় পদযাত্রা করবে।

এদিকে আজ দুপুর ২টায় রংপুর বিভাগের দিনাজপুর জেলার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মাঠ থেকে দেশ বাঁচাতে মেহনতি মানুষের পদযাত্রা শুরু হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটি সদস্য গয়েশ্বর চন্দ্র রায় খুলনা দলীয় কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা যোগ দেবেন। চট্টগ্রাম মহানগর দলীয় অফিসের সামনে থেকে পদযাত্রায় যোগ দেবেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার প্রথম দিন ঢাকা মহানগরীসহ সারা দেশে পদযাত্রা কর্মসূচি পালন করে বিএনপিসহ সরকারবিরোধীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *