গাজীপুর প্রশাসনে সাংবাদিক আবরণে বিএনপি-জামায়াত আটক-২

Slider রাজনীতি

82742_grep

 

 

গাজীপুর: রাজনৈতিক পদ পদবী গোপন রেখে সাংবাদিকের আবরণে প্রশাসনের ভেতরে প্রবেশ করে  মন্ত্রী এমপির নাম ভাঙ্গিয়ে চাাঁদা আদায়ের সময় আটক হয়েছেন
দুই জামায়াত কর্মী।

সোমবার রাতে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি) পুলিশ সুপার কার্যালয় থেকে তাদের আটক করে।

আটককৃতরা হলেন, আমজাদ হোসেন(৩৫) ও মিনহাজ উদ্দিন(৩২)। এদের মধ্যে আমজাদ হোসেন জামায়াত নেতা এবং জ্বলালাও পোঁড়াও সংক্রান্ত একাধিক মামলার আসামী ও অপরজন তার ঘনিষ্ট সহযোগোী।

জেলা গোয়েন্দা সংস্থার(ডিবি) পরিদর্শক আমির হোসেন জানান,, মন্ত্রী এমপির নামে আমন্ত্রনপত্র বানিয়ে চাঁদা আদায়ের সময় পুলিশ সুপার কার্যালয় থেকে
এদের আটক করা হয়। আটককৃতরা সাংবাদিক হিসেবে পরিচয় দিয়েছিল বলে জানিয়েছে ওই  পুলিশ কমকতা।

অনুসন্ধানে জানা যায়, আটক বাক্তিদ্বয় একাধিক অনুষ্ঠানে সাংবাদিক হিসেবে পেশাগত দায়িত্ব পালন করেন। পুলিশ সুপার ও জেলা প্রশাসক কার্যালয়ে একাধিক মত বিনিময় সভায় তারা উপস্থিত থাকেন। আমজাদ হোসেনের নাম একটি সপ্তাহিক পত্রিকায় সম্পাদকীয় প্যানেলেও কিছুদিন প্রকাশ হতে দেখা গেছে।

সরকারী দায়িত্বশীল একটি সূত্র  বলছে,  বিএনপি-জামায়াত ও শিবিরের একাধিক পদপদবীধারী  কতিপয় নেতা কারণে অকারনে সাংবাদিক পরিচয়ে প্রশাসনের বড়
কর্তাদের খুব কাছে কাছে থাকেন। অনেক সময় তারা নিজেদের অস্থিত্ব জানান দিতে সরকারী কর্সমকর্তাদের সঙ্গে ছবি তোলে সামাজিক যোগাযোগ মাধ্যম এমনকি গনমাধ্যমেও প্রকাশ করছেন।  আত্মরক্ষার জন্য ও দলীয় স্বার্থ হাসিলের জন্য ওই কৌশল বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *