জাতীয় দলের মেন্টর হিসেবে মাশরাফী বিন মোর্ত্তজাকে চান -এমন এক ইচ্ছা দুই বছর আগে এক লাইভে জানিয়েছিলেন সে সময়ে জাতীয় দলের সদ্য অবসর ভেঙে ফেরা ওয়ানডে দলপতি তামিম ইকবাল। সে সময় তামিমের আবদার আমলেই নেয়নি বোর্ড।
গতকাল বৃহস্পতিবার তামিমের অবসরের ঘোষণা জানার পর আজ শুক্রবার তাকে গণভবনে ডেকে পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তামিম ইকবালের ‘অভিমান’ ভাঙাতে মাশরাফি বিন মোর্ত্তজা ও বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনসহ তামিমকে ডেকে নেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর নির্দেশে শুক্রবার বিকেলে অবসর ভেঙে ক্রিকেটে ফেরার ঘোষণা দেন দেশসেরা এই ওপেনার।
দুই বছর আগের তামিমের চাওয়া বোর্ড আমলে না নিলেও এবার প্রধানমন্ত্রীর কাছে মাশরাফিকে মেন্টর হিসেবে বিশ্বকাপে পাঠানোর আবদার করে বসেন তামিম। সেই আবদারে রাজিও হন প্রধানমন্ত্রী।
অবসর ভেঙে ফেরার পর দেশের শীর্ষস্থানীয় একটি সংবাদমাধ্যমকে তামিম জানান, ‘মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বলেছি, মাশরাফি ভাইকে বিশ্বকাপের সময় এক-দেড় মাসের ছুটি দিন। আমরা তাকে বিশ্বকাপে মেন্টর হিসেবে পেতে চাই।’
‘প্রধানমন্ত্রী তখনই হেসে বলেছেন, অবশ্যই মাশরাফি যাবে। মাশরাফি ভাইকেও তিনি প্রস্তুত থাকতে বলেছেন’।