বুধবার সৌদি আরব যাচ্ছেন খালেদা জিয়া

Slider জাতীয় রাজনীতি

images-(6)

রিয়াদ: সৌদি বাদশার আমন্ত্রণে ওমরাহ এবং হযরত মোহাম্মদ (স.)-এর রওজা জিয়ারতের উদ্দেশে বুধবার (০৮ জুলাই) সৌদি আরব আসছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

সৌদি আরব এবং কেন্দ্রীয় বিএনপির একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির এক প্রভাবশালী নেতা বলেন, আগামী বুধবার (০৮ জুলাই) এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে খালেদা জিয়া সৌদি আরবের উদ্দেশে রওয়ানা হবেন।

বুধ ও বৃহস্পতিবার মদীনায় হযরত মোহাম্মদ (স.)-এর রওজা জিয়ারত ও নফল ইবাদত বন্দেগি করে শুক্রবার মক্কায় আসবেন।

মক্কায় পবিত্র ওমরাহ পালন এবং শবে কদরের রাতে বিশেষ ইবাদত করে মঙ্গলবার (১৪ জুলাই) সৌদি আরব ত্যাগ করার কথা রয়েছে খালেদা জিয়ার।

খালেদা জিয়ার সঙ্গে তার বড় ভাইয়ের স্ত্রী, প্রেসসচিব মারুফ কামাল খান সোহেল, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, খালেদা জিয়ার মধ্যপ্রাচ্য বিষয়ক উপদেষ্টা এনামুল হক, ব্যক্তিগত ফটোগ্রাফার নুরুদ্দিন নুরু থাকবেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *