মানিকগঞ্জে পদ্মা নদীতে কোরবানির গরুবোঝাই ট্রলার ডুবি

Slider গ্রাম বাংলা


মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে কোরবানির গরুবোঝাই ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।

শনিবার (২৪ জুন) বেলা ১১টার দিকে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের সূর্যকান্দি গ্রামে পদ্মায় এই ট্রলার ডুবির ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জের চৌহালী থেকে ৪৭টি কোরবানির গরু নিয়ে ট্রলারটি নারায়নগঞ্জের দিকে যাচ্ছিল। পথিমধ্যে সূর্যকান্দি গ্রামে তীব্র স্রোতে ট্রলারটি ডুবে যায়। পরে ট্রলারে থাকা গরুর মালিকরা স্থানীয়দের সহায়তায় ১৮টি গরু উদ্ধার করতে সক্ষম হয়। খবর পেয়ে পুলিশ, উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালায়।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য জানান, উদ্ধার অভিযান চলছে। ২৯টি গরু এখনো নিখোজ রয়েছে। তবে ট্রলার ডুবিতে কোনো মানুষ হতাহত হয়নি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ওই পুলিশ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *