বিএনপি ওই নেতাকে উচিত বঙ্গোপসাগরে পাঠিয়ে দেয়া : প্রধানমন্ত্রী

Slider খেলা জাতীয় টপ নিউজ

10492072_326145780877121_3759556735793956795_n
গ্রাম বাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির এক নেতা বলেছেন, আমরা তালপট্টি  পাইনি। তাঁকে উচিত বঙ্গোপসাগরে পাঠিয়ে দেয়া। তালপট্টি কোথায় আছে খুঁজে বের করুক। সমুদ্রে তালপট্টি দ্বীপের কোনো অস্তিত্ব নেই। এ নিয়ে কথা বলে সরকারের অর্জনকে খাটো করার চেষ্টা হচ্ছে।

বৃহস্পতিবার সকালে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় পরিদর্শনকালে কর্মকর্তাদের উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ৫ জানুয়ারির নির্বাচনে যদি জয়ী না হতাম, তাহলে ভারতের কাছ থেকে সমুদ্রসীমা আনতে পারতাম কি না, সন্দেহ। কারণ, অতীতে কোনো সরকার এ ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি। ভারত ও মিয়ানমারের বিরুদ্ধে সমুদ্র বিজয়কে সরকারের বিরাট সাফল্য উল্লেখ করে তিনি বলেন, এই বিজয়ের ফলে অর্জিত সম্পদ যথাযথ কাজে লাগানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *