শ্রীপুরে গণিত উৎসব অনুষ্ঠিত

শিক্ষা

আবু সাঈদঃ গণিতের ভয় করব জয় এই স্লোগানকে সামনে রেখে শ্রীপুরের শিরিন আওলাদ মডেল স্কুল ও কামাল নগর স্কুলে গণিত প্রি অলিম্পিয়াড ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

এম. এ. বারী শিক্ষা পরিবারের আয়োজনে ১৯ জুন সোমবার বিকেলে এই গণিত উৎসব অনুষ্ঠিত হয়। গণিত উৎসবে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ১৭৮ জন ক্ষুদে শিক্ষার্থী স্কুল রাউন্ডে অংশগ্রহণ করেন।
এ সময় কেন্দ্র পরিদর্শন করেন শিরিন আওলাদ মডেল স্কুলের পরিচালক শফিকুল ইসলাম স্বপন, প্রধান শিক্ষক মহিদুল ইসলাম, শিক্ষক নেতা ও কমরউদ্দিন শেখ মডেল স্কুলের প্রতিষ্ঠাতা, এস এম কাজল রানা, এম এ বারী শিক্ষা পরিবারের পরিচালক ইসমাঈল হোসেন (মাস্টার), কামাল নগর স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সাংবাদিক আবু সাঈদ প্রমুখ।

গণিত প্রি অলিম্পিয়াড-২০২৩ আয়োজক কমিটির আহবায়ক ইসমাঈল হোসেন মাস্টার বলেন, শিশুদের গণিত মনস্ক ও গণিত চর্চায় উৎসাহীত করার প্রয়াসে এম এ বারী শিক্ষা পরিবার প্রথম বারের মতো গণিত প্রি অলিম্পিয়াডের আয়োজন করেছে। প্রথাম পর্যায়ে জেলার শতাধিক বিদ্যালয়ে গণিত প্রি অলিম্পিয়াড ক্যাম্প চলবে। প্রাথমিক রাউন্ডে সর্বাধিক নম্বরপ্রাপ্ত শিক্ষার্থী চুড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পাবে বলে জানিয়েছেন ইসমাঈল হোসেন মাস্টার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *