সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

Slider জাতীয়

সুনামগঞ্জে বজ্রপাতে বিশ্বম্ভরপুরে ২ বালু শ্রমিক ও দিরাই উপজেলায় একজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জুন) সকালে বজ্রপাতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বিশ্বম্ভরপুর উপজেলার জিনারপুর গ্রামের ফরহাদ মিয়ার ছেলে সেলিম মিয়া (২৭)। শিশু মিয়ার ছেলে জয়নাল মিয়া(৩৫) ও দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের পশ্চিম দৌলতপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, শনিবার সকালে বিশ্বম্ভরপুর উপজেলার ধোপাজান এলাকায় বারকি নৌকায় বালু শ্রমিকরা কর্মরত ছিলেন। নদীর মাঝ পর্যন্ত গেলে প্রচণ্ড ঝড়ো বাতাস ও বৃষ্টি শুরু হয়। তারা দুজন নিরাপদ জায়গায় যাওয়ার আগেই বজ্রপাতে মারা যান। পরে তাদের মরদেহ স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সলুকাবাদ ইউপি চেয়ারম্যান মো. নূরে আলম সিদ্দিকী বলেন, আমার ইউপিতে দুজন মারা গেছেন, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

এদিকে ভোরে সুনামগঞ্জের দিরাই উপজেলায় হাওড়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আব্দুল মালেক (৬০) নামে এক সিএনজিচালকের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে উপজেলার ছায়ার হাওড়ে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল মালেক উপজেলার চরনারচর ইউনিয়নের পশ্চিম দৌলতপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা জানায়, উপজেলার জয়পুর গ্রামের পাশে ভোরে হাওরে মাছ শিকার করতে যান আব্দুল মালেক (৬০) সহ আরও কয়েকজন। শনিবার ভোর বৃষ্টি সঙ্গে বজ্রপাতে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন বলেন, প্রচণ্ড বৃষ্টিপাতের মধ্যে ভোরে এক সিএনজিচালক মাছ ধরতে গিয়ে বজ্রপাতের আঘাতে মারা গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *