মাঠে বসেই শান্তকে নিজের রেকর্ড স্পর্শ করতে দেখলেন মুমিনুল

Slider খেলা

একই টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি। এমন রেকর্ড ক্রিকেট বিশ্বে অনেক থাকলেও বাংলাদেশিদের মধ্যে একমাত্র মুমিনুল হকই ছিলেন সেই তালিকায়। এবার তাতে ভাগ বসালেন নাজমুল হোসেন শান্ত। আফগানিস্তানের বিপক্ষে চলমান টেস্টের প্রথম ইনিংসে ১৪৬ রান করার পর দ্বিতীয় ইনিংসেও পেলেন সেঞ্চুরি।

২০১৮ সালে শ্রীলংকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করার কীর্তি গড়েন সাগরপাড়ের ছেলে মুমিনুল। সেই টেস্টে প্রথম ইনিংসে ১৭৬ রান করার পর দ্বিতীয় ইনিংসে করেন ১০৫ রান।

শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ২১৮ রান। ১০২ রান নিয়ে উইকেট আছেন শান্ত। আরেক পাশে মুমিনুল অপরাজিত ১৭ রানে।

দ্বিতীয় দিনের ১ উইকেটে ১৩৪ রান নিয়ে তৃতীয় দিনে খেলতে নামে বাংলাদেশ। আগের দিনে ৫৪ রান করে অপরাজিত থাকা দুই ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত এবং জাকির হাসান এদিনও খেলতে থাকেন ওয়ানডে স্টাইলে। দুজনে দেড়শ রানের জুটি পূর্ণ করেন মাত্র ১৬৬ বলে।

তবে ১৯১ রানের মাথায় জাকির ফিরলে ভাঙে ১৭৩ রানের জুটি। ৯৫ বলে ৮টি চারের সাহায্যে ৭১ রান করে ফেরেন জাকির।

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৮২ রানের জবাবে ১৪৬ রানে অলআউট হয় আফগানিস্তান। ২৩৬ রানের লিড থাকায় বাংলাদেশের সামনে ছিল ফলো অন করানোর সুযোগ। তবে সেটি না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *