তুহিন সারোয়ার গাজীপুর থেকে : সদ্য জামিনে কারামুক্ত সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর ফাঁসির দাবিতে গাজীপুর ও টঙ্গীতে হেফাজতে ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশ বিক্ষোভ মিছিল করেছে।
শুক্রবার (০৩ জুলাই) জুমার নামাজের পর মিছিল করে তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, নামাজের পর চান্দনা চৌরাস্তা মসজিদ থেকে হেফাজতে ইসলাম গাজীপুর সদর উপজেলা হেফাজতের সাধারণ সম্পাদক মুফতি নাসির উদ্দিন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলার আমির মাওলনা ফয়েজ উদ্দিনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি চান্দনা চৌরাস্তা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে ভোগড়া চৌরাস্তা ঘুরে আবার চান্দনা চৌরাস্তায় গিয়ে জাগ্রত চৌরঙ্গীর পাদদেশে সমাবেশে মিলিত হন।
একই সময় বোর্ডবাজার ও টঙ্গীসহ জেলার বিভিন্ন স্থানে একই দাবিতে মিছিল করে হেফাজত ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা।