আইপিএল ফাইনাল ম্যাচটি বৃষ্টির কারণে একদিন পিছিয়ে গেছে। গুজরাট টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংসের এই ম্যাচটি হতে পারে মহেন্দ্র সিং ধোনির ক্যারিয়ারের শেষ ম্যাচ। মিডিয়া পাড়ায় এমন জোর গুঞ্জন রয়েছে। তাইতো ধোনি ভক্তরা তাকে এক ঝলক দেখতে সবকিছু করতে প্রস্তুত।
গতকাল রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএল ফাইনালের জন্য দূর-দূরান্ত থেকে জড়ো হয়েছিলেন সমর্থকরা। তবে বৃষ্টি ম্যাচটি হতে পারেনি এর ফলে হতাশ হয়ে পড়েন ভক্তরা। এরপর দূর-দূরান্ত থেকে আসা চেন্নাই সুপার কিংস ও মহেন্দ্র সিং ধোনির ভক্তেরা স্টেশনেই রাত কাটান। যার কিছু ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরাল হয়েছে।
রোববারের টিকিট নিয়েই সোমবার খেলা দেখা যাবে বলে জানিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। ফলে ধোনিদের সঙ্গে গুজরাত টাইটান্সের লড়াই দেখার জন্য অপেক্ষা করতে রাজি ক্রিকেটপ্রেমীরা। বিশেষ করে ধোনির ভক্তরা খেলা না দেখে আহমেদাবাদ ছাড়তে নারাজ।
আহমেদাবাদের বাইরে থাকা ক্রিকেটপ্রেমীদের অনেকের পরিকল্পনা ছিল খেলার পর রাতের ট্রেনে বাড়ি ফেরার। তাই তারা হোটেলের ঘর ভাড়া করেনি। স্টেশন থেকে সোজা চলে এসেছিলেন স্টেডিয়ামে। আবার খেলা শেষ হলে স্টেডিয়াম থেকে সোজা তারা চলে যেতেন স্টেশনে ট্রেন ধরতে। অনেকেই ফেরার ট্রেনের টিকিটও কেটে নিয়ে এসেছিলেন।
খেলা ভেস্তে যাওয়ায় সেই ক্রিকেটপ্রেমীদের অনেকেই স্টেডিয়াম থেকে ফিরেছেন স্টেশনে। তবে তারা ট্রেনে ওঠেননি। রবিবারের ফেরার টিকিট বাতিল করে সোমবার রাতে বাড়ি ফেরার জন্য নতুন করে ট্রেনের টিকিট কেটেছেন। হোটেলের ঘর ভাড়া নেওয়া না থাকায় বা সকলের সেই আর্থিক সঙ্গতি না থাকায় স্টেশনেই রাত কাটিয়েছেন তারা।
ফাইনাল ম্যাচটি বৃষ্টির কারণে ভেসে গেছে। স্টেডিয়ামে জলাবদ্ধতার কারণে ম্যাচটি বাতিল করা হয়। এ সময় চেন্নাই সুপার কিংসের ভক্তদের রেলস্টেশনে ঘুমোতে দেখা গেছে।