‘ইমরান খানের খেলা শেষ’

Slider সারাবিশ্ব


পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে একহাত নিলেন নওয়াজ শরীফের মেয়ে এবং পাকিস্তান মুসলিম লিগ নওয়াজের (পিএমএল-এন) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ। তিনি বলেছেন, ইমরান খানের খেলা শেষ হয়েছে। জিও নিউজ ও ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত ৯ মে ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার হন ইমরান খান। যদিও দুদিনের মধ্যে জামিনে মুক্তি পান। তবে তার গ্রেপ্তার ঘিরে পাকিস্তানে ব্যাপক সহিংসতা হয়। সেই সঙ্গে তার দলের বহু নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে একের পর এক পিটিআই নেতা পদত্যাগ করছেন। এ প্রসঙ্গে এমন মন্তব্য করেছেন মরিয়ম।

পাঞ্জাব প্রদেশের বিহারি শহরে আয়োজিত পিএমএল-এনের যুব সম্মেলনে দেওয়া বক্তব্যে মরিয়ম ইমরানের গ্রেপ্তারের পরবর্তী সহিসংতার কড়া সমালোচনা করেছেন।
মরিয়ম নওয়াজ

প্রতিবেদনে বলা হয়েছে, ৯ মের পর ইমরানের দল থেকে এখন পর্যন্ত ৭০ জনের বেশি নেতা পদত্যাগ করেছেন। ইমরানকে একহাত নিয়ে মরিয়ম বলেন, পিটিআই ছাড়তে লম্বা লাইন পড়ে গেছে, কীভাবে জনগণ পাশে থাকবে যখন ইমরান খানই একজন শেয়াল?

আপনার দলের লোকেরাই প্রকাশ করছে আপনি ৯ মে-এর হোতা ছিলেন, বলেন মরিয়ম। তিনি ৯ মের ‘সন্ত্রাসের’ জন্য পিটিআই প্রধানকে দায়ী করেছেন। সেইসঙ্গে ‘শহীদ’ হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের প্রতি পিএমএল-এনের যুব সম্মেলন উৎসর্গ করেন।

অন্যদিকে, ইমরান খান দাবি করেছিলেন, বিক্ষোভের সময় তার দলের ২৫ জন নিরস্ত্রকে গুলি করে হত্যা করা হয়েছে। যদিও পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমে এখন পর্যন্ত ৮ জনের নিহতের খবর পাওয়া যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *