ঢাকা: এক ছাদের নিচে নেওয়া হচ্ছে ঢাকাস্থ নরডিক তিন দূতাবাস। এ বছরের জুলাই মাস থেকে ডেনমার্ক, নরওয়ে ও সুইডেন দূতাবাস এক সঙ্গে নতুন ঠিকানায় স্থানান্তরিত হচ্ছে। পারস্পরিক সহায়তা ও যৌথ প্রচেষ্টার মাধ্যমে এ তিন দূতাবাস বাংলাদেশ ও নরডিক দেশগুলোর মধ্যে দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব আরও এগিয়ে নেয়ার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে বলে এক যৌথ বিবৃতিতে জানানো হয়।
মঙ্গলবার (৩০ জুন) পাঠানো এ বিবৃতিতে বলা হয়, এ নতুন দূতাবাস তিন দেশের যৌথ অভিব্যক্তি ও যৌথ প্রতিনিধি হবে। একত্রে আমরা আরও বেশি সমৃদ্ধ।
এ বিষয়ে ডেনমার্কের রাষ্ট্রদূত হ্যানে ফুগল এস্কায়ের বলেন, এ তিন নরডিক দেশ উদ্ভাবনী ক্ষমতা, পরিবেশবান্ধব প্রযুক্তি এবং টেকসই ব্যবসা ও অগ্রসর সমাজ পদ্ধতির জন্য বিশ্বব্যাপী সমাদৃত। নতুন নরডিক দূতাবাসের মাধ্যমে বাংলাদেশের উন্নয়নে আমাদের সক্ষমতা কাজে লাগানোর যৌথ প্রচেষ্টা আরও জোরদার হবে।
নরওয়ের রাষ্ট্রদূত মেরেতে লুন্ডেমু বলেন, নরডিক দেশগুলোর মধ্যে সহযোগিতার দীর্ঘ ইতিহাস রয়েছে এবং এটি একটি প্রতিষ্ঠিত যৌথ ব্র্যান্ড। বৈদেশিক নীতির ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন দেশে যৌথ নরডিক দূতাবাস স্থাপিত হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আমি খুবই আনন্দিত যে, আমরা বাংলাদেশে যৌথ প্রতিনিধিত্বের একটি সফল কাঠামো তৈরি করতে পেরেছি। আমি আমার সহকর্মীদের সঙ্গে নিয়ে এর পূর্ণ সদ্বব্যবহার করার জন্য উম্মুখ হয়ে আছি।
এ বিষয়ে সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফ্রিসেল যোগ করেন, ডেনমার্ক, নরওয়ে ও সুইডেনের সংস্কৃতি, ভাষা, ঐতিহ্য এবং সামাজিকতায় অনেক সাদৃশ্য রয়েছে। এছাড়া আমাদের গণতান্ত্রিক মূল্যবোধ, সামাজিক কল্যাণ ব্যবস্থা, জেন্ডার সমতা এবং রপ্তানিভিত্তিক ও বাণিজ্যমুখী নীতিতে ঐকমত্য রয়েছে। এক ছাদের নিচে স্থানান্তরিত হওয়ার মাধ্যমে একক নরডিক দূতাবাস হিসেবে একত্রে কাজ করার একটি বড় সুযোগ তৈরি হবে।
ডেনমার্ক ও নরওয়ের দূতাবাস ইতোমধ্যে নতুন ঠিকানা থেকে কার্যক্রম পরিচালনা করছে। সুইডেন দূতাবাস ১ থেকে ১২ জুলাই পর্যন্ত দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে এবং ১৩ জুলাই ২০১৫ থেকে নতুন ঠিকানায় কার্যক্রম শুরু করবে।
নতুন নরডিক দূতাবাসের ঠিকানা হলো- বেস এজওয়াটার, ৬ তলা, প্লট এনই (এন)-১২, নর্থ এভিনিউ, গুলশান-২, ঢাকা-১২১২।