অপু-জয়ের সিনেমার পরিচালক কেন কাঁদছেন

Slider বিনোদন ও মিডিয়া


ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও জয় চৌধুরীর সিনেমা ‘প্রেম প্রীতির বন্ধন’। ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর একটি এটি। যা দেশের প্রায় ৯টি হলে মুক্তি পেয়েছে। তবে এতগুলো ঈদ সিনেমার ভিড়ে আওয়াজ তুলতে পারেনি ‘প্রেম প্রীতির বন্ধন’। প্রেক্ষাগৃহ সংকটের কারণে দর্শকদের কাছেও যেতে পারেনি সিনেমাটি।

সিনেমা সংশ্লিষ্টরা বলছেন, অপু-জয়ের সিনেমাটি এখন লোকসানের মুখে! আর সে কারণে কান্না ভেঙে পড়লেন এর প্রযোজক ও পরিচালক সোলায়মান আলী লেবু। এই পরিচালক সবাইকে আহ্বান জানালেন তার সিনেমাটি দেখার। আর কাঁদতে কাঁদতে দুই হাত জোড় করে বলেন, ‘আমি দর্শকদের বারবার অনুরোধ করছি, আপনারা আরও ছবি দেখছেন। আমার ছবিটাও দেখেন। দেখার পর যদি ছবিটা ভালো লাগে তাহলে একটু বলবেন, ছবিটা ভালো হয়েছে। এই অনুরোধটা দর্শকদের প্রতি আমার। আপনাদের হাতে-পায়ে ধরে বলছি, আজ হল পাইনি বলে ছবিটি আপনাদের দেখাতে পারছি না।’

দৈনিক আমাদের সময় অনলাইন’কে সোলায়মান আলী লেবু বলেন, ‘এই ঈদে আমার ছবিটি মুক্তি দেওয়া ভুল হয়েছে! আমার ছবির গল্পটি অনেক সুন্দর কিন্তু হল না পাওয়া ছবিটি চলছে না। তবে যে ক’টি হল পেয়েছি আর যারা ছবিটি দেখেছেন সবাই ভালো বলছেন। কিন্তু ঈদে শাকিবের (চিত্রনায়ক শাকিব খান) ছবির আছে বলে, অনেক হল মালিকই আমার ছবিটি নেয়নি। এখন দর্শকদের কাছে এটি পৌঁছাতে না পাড়লে, ছবির টাকা কিভাবে আসবে?’

‘প্রেম প্রীতির বন্ধন’র বাজেট কত ছিল আর কত এসেছে জানতে চাইলে এই প্রযোজক ও নির্মাতা বলেন, ‘এটি বড় বাজেটের ছবি। আমার সব মিলিয়ে ১ কোটি ৬২ লাখ টাকা খরচ হয়েছে। কোথাও কমতি রাখিনি। যেখানে যা লেগেছে তাই খরচ করেছি। আমার কথা হচ্ছে, ভালো একটি নির্মাণ করব। এর গানগুলোর পেছনেই গেছে ৬০ লাখের বেশি। আর এখন পর্যন্ত টাকা এসেছে মাত্র ৫ লাখ। যদি ঢাকার বড় বড় কয়েকটি সিনেমা হল পেতাম তাহলে হয়তো টাকাগুলো উঠে আসত।’

সোলায়মান আলী লেবু জানান, আগামী সপ্তাহে ঢাকার বাইরে আরও বেশ কিছু হলে চলবে ‘প্রেম প্রীতির বন্ধন’। একই কথা বললেন এর নায়ক জয় চৌধুরী।

তার কথায়, ‘আমরা ঠিকমত হয় পাইনি। দর্শকরাও ভালো গল্পে একটি ছবি দেখা থেকে বঞ্চিত হচ্ছে। যারাই ছবিটি দেখছে তারা এর প্রশংসা করছে। বলছে, ভালো হয়েছে। আশার কথা হচ্ছে, আগামী সপ্তাহ থেকে ছবিটি ২৫টি সিনেমা হলে চলার কথা রয়েছে। আশা করি, আগামীতে এর সংখ্যা আরও বাড়বে।’

উল্লেখ্য, ‘প্রেম প্রীতির বন্ধন’র মধ্য দিয়ে প্রথমবার পর্দায় জুটি হয়েছেন অপু-জয়। এতে আরও অভিনয় করছেন মিশা সওদাগর, আমান রেজা, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, জাদু আজাদসহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *