রাতে আমি কী করলাম, সেটাতেই মানুষের আগ্রহ: পরীমণি

Slider বিনোদন ও মিডিয়া


অভিনেত্রী পরীমণি বলেছেন, মানুষের কোনো কিছু আটতে রাখা যায় না। ভালো কাজের প্রতি তাদের আগ্রহ নেই। আমার ঘরে কি হল, রাজের সঙ্গে কি ঘটল, আমি হাফ প্যান্ট পড়লাম নাকি লুঙ্গি পড়লাম তাতেই মানুষের আগ্রহ বেশি।

সর্বভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার অনলাইনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি এ সব কথা বলেন। এ বছর আনন্দবাজার অনলাইনের বছরের সেরা অভিনেত্রীর পুরস্কার পান পরীমণি। সেই পুরস্কার নিতে কলকাতা যান পরীমণি।

সঞ্চালকের প্রশ্নের জবাবে পরীমণি বলেন, ‘একটা ব্রেকআপের পর আরেকটা প্রেম করব। এই বয়সে প্রেম করব না তো কি করব। আমার মনে হয় সবাই সেটা করে। তবে কেউ বলে, আর কেউ বলে না। একটা ব্রেকআপ হলে সবাই জানে। তখন মন খারাপ হয়।’

জন্মদিনের পার্টিতে লুঙ্গি পরা প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘ওই আমি সারাদিন ফুলস্লিভ ব্লাউজ-শাড়ি পরলাম, এতিমখানায় গেলাম। তাদের সঙ্গে সময় কাটালাম। অনক্যামেরা করলাম। সামাজিক যোগাযোগমাধ্যমে দিলাম এটা কেউ দেখল না। এটাতে তাদের আগ্রহ নেই। অথচ সন্ধ্যার পর আমি কী করলাম, রাতে আমি করলাম, লুঙ্গি পড়লাম নাকি হাফ প্যান্ট পড়লাম সেটাতে মানুষের আগ্রহ। এটা আমি কিভাবে ঠেকাব।’

পরীমণি বলেন, ‘আমার ওই পার্টিটা ছিল একেবারে পারসোনাল। আমার কাছের মানুষদের নিয়ে পার্টিটা করেছিলাম। পার্টিটা শেষ করলাম, শুটিং শেষ করে বাসায় আসলাম। বাসায় দেখলাম তোমরা লুঙ্গির মধ্যে আটকে আছ কেন ? আমি তো এত কাজ করে আসলাম, তোমরা সেই এক জায়গাতেই। আর কোনো কাজে নেই।’

তিনি বলেন, ‘যখন আমি বলি আমার একটা সিনেমা রিলিজ হচ্ছে, এই সিনেমাটা সুন্দর, আপনারা দেখবেন, উপভোগ করবেন, আপনাদের ভালো লাগবে, আপনাদের জন্যই সিনেমাটা। সেটা দেখতে চায় না। তারা কি দেখতে চায়-পরীমণির ঘরে কি হয়েছে, রাজের সঙ্গে কী হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *