স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। অনেকে স্ত্রী-সন্তানদের রেখে একাই ফিরছেন ঢাকায়। আবার কেউ কেউ ফিরছেন সপরিবারেই।
আজ রোববার দুপুরের পর দেশের বিভিন্ন স্থান থেকে যাত্রীবাহী বাসগুলো রাজধানীতে ফিরতে শুরু করেছে। রাজধানীর গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনালে গিয়ে দেখা যায়- দূরপাল্লার অনেক বাস এসেছে। আগামীকাল যাদের অফিস করতে হবে, তারা অনেকটা নির্বিঘ্নে রাজধানীতে পৌঁছেছেন।
তবে এখনো আগের সেই চিরচেনা রূপে ফিরেনি ঢাকা। আগামীকাল সোমবার অফিস-আদালত খুলবে। ঈদের ছুটির আমেজ থাকায় এখনো ফাঁকা ঢাকা।
রয়েল পরিবহনের বাসে ঝিনাইদহ থেকে রাজধানীর গাবতলীতে নেমেছেন মো. আকবর হোসেন। তিনি বলেন, ‘আগামীকাল অফিসে খোলা। এ কারণে আজ ঢাকায় চলে এসেছি।’
শ্যামলী পরিবহনের সুপারভাইজার মো. সিরাজুল ইসলাম বলেছেন, ‘আগামীকাল সোমবার সকাল থেকে ঢাকামুখী মানুষের চাপ বাড়বে। তবে, রাস্তার পরিস্থিতি ভালো হওয়ায় তেমন ভোগান্তি হয়নি।’
ঈদ ও শবে কদর মিলিয়ে সরকারি ছুটি ছিল ৫ দিন। বুধবার (১৯ এপ্রিল) ছিল শবে কদরের ছুটি। পরদিন বৃহস্পতিবার (২০ এপ্রিল) সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। এরপর শুক্রবার থেকে ঈদের ছুটি শুরু হয়। যা শেষ হচ্ছে আজ।