বেতাগীর ১০ গ্রামে ঈদ উদযাপন

Slider বরিশাল


সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতি বছরের ন্যায় এ বছরও বরগুনার বেতাগী উপজেলার ১০ গ্রামে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

শুক্রবার সকাল ৯টায় বরগুনার বেতাগী উপজেলার বকুলতলী গ্রামের মালেক চেয়ারম্যান বাড়ি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এই জামাতের ইমামতি করেন মোহাম্মদ রমজান আলী।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, অনেক আগে থেকেই সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সঙ্গে মিল রেখে বেতাগী উপজেলার বেতাগী সদর ইউনিয়নের লক্ষ্মীপুরা, খোন্তাকাটা, গ্রের্দ লক্ষ্মীপুরা, হোসনাবাদ ইউনিয়নের আনার জলিশা, কাজিরাবাদ ইউনিয়নের বকুলতলী, সরিষামুড়ি ইউনিয়নের উত্তর কালিকাবাড়ি, ভোড়া এলাকার প্রায় ১০ গ্রামের চিশতিয়া কাদেরিয়া সম্প্রদায়ের অনুসারীরা ঈদ উদযাপন করে থাকেন।

কাজিরাবাদ ইউনিয়নের বকুলতলী গ্রামের বাসিন্দা মো. সরোয়ার হোসেন বলেন, প্রায় ২০০ বছর ধরে এই এলাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে এক দিন আগে রোজা ও ঈদ উদযাপন করা হয়। সাতকানিয়া থানার মির্জাখিল দরবার শরিফের নির্দেশে এভাবে রোজা ও ঈদ পালন শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *