পরিবর্তন আর্থ-সামাজিক সেবা মূলক সংগঠন এর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

Slider গ্রাম বাংলা

মোঃ সামদানি হোসেন বাপ্পী ময়মনসিংহ : ০৭ এপ্রিল ২০২৩ খ্রি রোজ (শুক্রবার) বিকাল ৪.৩০ ঘটিকায় শহীদ জিয়া উচ্চ বিদ্যালয় অডিটোরিয়াম পুরাতন (গোদারাঘাট) ৩২নং ওয়ার্ড চরকালিবাড়ী, ময়মনসিংহে পরিবর্তন আর্থ-সামাজিক সেবা মূলক সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউন্সিলর, ৩২নং ওয়ার্ড, ময়মনসিংহ সিটি কর্পোরেশন, ময়মনসিংহ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ সদর উপজেলার শাখা, জনাব এমদাদুল হক মন্ডল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর, ৩১, ৩২ ও ৩৩ নং ওয়ার্ড, ময়মনসিংহ সিটি কর্পোরেশন, ময়মনসিংহ, জনাব ফারজানা ববী কাকলী, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন , সাবেক সহ-সভাপতি, ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগ। সাবেক চেয়ারম্যান, ৬ নং চরঈশ্বরদিয়া ইউনিয়ন পরিষদ, জনাব মোর্শেদুল আলম জাহাঙ্গীর,
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক, শাহীদ জিয়া উচ্চ বিদ্যালয়, ফখরুদ্দিন খান, সভাপতি, জোট মিল ময়মনসিংহ, সাবেক সেচ্ছাসেবক লীগের সদস্য ও বিশিষ্ট সমাজ সেবক, আবু বক্কর সিদ্দিক সাগর,সঞ্চালনায় ছিলেন, সম্মানিত সদস্য, পরিবর্তন আর্থ-সামাজিক সেবা মূলক সংগঠন, মোঃ সাইফুল ইসলাম, অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, মুহতামিম জামিয়া রাশিদিয়া মুর্শিদাবাদ মাদ্রাসা, মাওলানা ফজলুল হক|

“পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্ঠার মাধ্যমে সামাজিক, অর্থনৈতিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে সমাজের ইতিবাচক পরিবর্তনে কাজ করা আমাদের লক্ষ্য ”

সংগঠনের উদ্দেশ্য সুমহ হলো
• এলাকার গরিব, অসহায় ও মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়ালেখা চালিয়ে যেতে সহায়তা করা এবং বার্ষিক বৃত্তির ব্যবস্থা করা।

• ছাত্র-ছাত্রীদের মেধা ও সৃজনশীলতা সর্বাধিক বিকাশের লক্ষ্যে তাদের প্রণোদিত করা এবং মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান করা।

* গরিব ও অসহায় মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবার ব্যবস্থা করা। • মাদক মুক্ত সমাজ গড়তে যুব সমাজকে যুব-শক্তিতে পরিণত করার লক্ষ্যে বিভিন্ন ধরনের খেলাধূলা, চিত্তবিনোদন এবং সাংস্কৃতিক

কর্মসূচির ব্যবস্থা করে প্রশাসনকে সহায়তা করা।

• দেশের যে কোন দূর্যোগ মোকাবেলায় তহবিল গঠন এবং ক্ষতিগ্রস্থদের সহায়তা করা। • পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপন কর্মসূচি পালন ও জন সচেতনতা সৃষ্টি করা।

• গরিব ও বেকার যুবকদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা।

• অসহায়, দুস্থ ও বয়স্ক মহিলাদের সরকারি বিভিন্ন কার্যক্রমের অন্তভূক্ত করণে সহায়তা করা।

• সমাজের সকলের মধ্যে সামাজিক দায়বদ্ধতা বোধ সৃষ্টি করে সমাজ সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য জন সচেতনতা সৃষ্টি করা।

সম্মানিত সদস্যবৃন্দ :

আলমগীর হোসাইন, মোঃ সাইফুল ইসলাম, মোজাম্মেল হোসাইন, মোঃ মতিউর রহমান,
মিজবাহ উদ্দিন আহম্মেদ, মেহেদী মাসুদ, মোঃ ডালিম মিয়া, মোঃ তারিফুল হক তারিফ, মোঃ মেহের আলী,
আমিনুল ইসলাম, শরিফুল ইসলাম শরীফ, কামরুল হাসান বাবু, মোঃ আবুল কালাম আজাদ, রাশিদুল ইসলাম, মোঃ নাজমুল ইসলাম, সোহেল আহম্মেদ, মোঃ আবুল কাসেম সরকার, মোঃ খোকন মিয়া,
কামাল আহমেদ রুমান,
ইমরান সরকার, ইসমাইল হোসেন সোহেল, ফজলুল হক উচ্ছল, মোঃ রেজাউল করিম,
মোঃ মোখলেছুর রহমান, মোঃ শফিকুল ইসলাম (স্বপন), বেলায়েত হোসেন আলামিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *