সরকার একতরফা নির্বাচনের পথেই হাঁটছে: মির্জা ফখরুল

Slider রাজনীতি


সরকার একতরফা নির্বাচনের পথেই হাঁটছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার ১২ দলীয় জোটের লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সরকারের যে লক্ষ্য, যে তারা আগের কায়দায় নির্বাচন দেখিয়ে আবার ক্ষমতায় যাবে- সেভাবে তারা পরিকল্পনা করেছে। সেজন্য যুক্তরাষ্ট্রে পররাষ্ট্রমন্ত্রী যে কথা বলেছেন যে, তারা (সরকার) সুষ্ঠু নির্বাচন করতে যথেষ্ট। সেই কারণে গতকালও প্রধান নির্বাচন কর্মকর্তা মুখে দিয়ে তো বেরিয়েছে যে, যদি সবাই অংশগ্রহণ না করে তাহলে সেই নির্বাচনের লেজিটিমেসি (গ্রহণযোগ্যতা) নিয়ে প্রশ্ন থেকেই যাবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘সুতরাং বাস্তবতা হলো, আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন হলে এবং বিএনপি যদি সেই নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে তা আমাদের বিরোধী জোট আমরা যারা আছি তারা যদি অংশগ্রহণ না করি তাহলে নির্বাচনের লেজিটিমেসি থাকবে না। এটাই বাস্তবতা। আমরা মনে করি, সরকার আগের মতো একতরফা নির্বাচন করতে চায়। সেজন্য তারা জাতিসংঘের প্রস্তাব (নির্বাচনে সহযোগিতার প্রস্তাব) রিজেক্ট (প্রত্যাখ্যান) করেছে।’

গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ১২ দলীয় জোটের লিয়াজোঁ কমিটির সঙ্গে এই বৈঠক হয়। বৈঠকে সরকার পদত্যাগসহ ১০ দফা আদায়ে চলমান যুগপৎ আন্দোলনের কর্মসূচি নিয়ে আলোচনা হয়। এতে বিএনপির পক্ষে আরও উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান ছিলেন। বৈঠকের ১২ দলীয় জোটের সমন্বয়ক মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিএলডিপির শাহাদাত হোসেন সেলিম, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, এনডিপির আবু তাহের, ইসলামী ঐক্যজোটের মাওলানা আবদুর রকীব, জমিয়তে ওলামায়ে ইসলামের মুফতি মহিউদ্দিন ইকরাম, ন্যাপ ভাসানীর আজহারুল ইসলাম ও জাগপার ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *