জয়ের জন্য বাংলাদেশের দরকার ১৩৮ রান

Slider খেলা

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের একমাত্র টেস্টে বাংলাদেশের সামনে ১৩৮ রানের লক্ষ্য দিয়েছে আয়ারল্যান্ড।

চতুর্থ দিনে নিজের প্রথম ওভারে ইবাদত হোসেন পেয়েছেন সাফল্য। ৭২ রানে অ্যান্ডি ম্যাকব্রাইনকে ফেরত পাঠান প্যাভিলিয়নে। ১৫৬ বলে ৮ চার ও ১ ছয়ে বোল্ড হন আইরিশ ব্যাটার।

শুক্রবার পঞ্চম ওভারে উইকেটের দেখা পায় বাংলাদেশ।

অ্যান্ড্রু ম্যাকব্রাইনের পর গ্রাহাম হিউমকেও আউট করেন ইবাদত হোসেন। আগের দিনের স্কোরের সঙ্গে আর ৬ রান যোগ করতেই অলআউট আয়ারল্যান্ড।

ইবাদতের অফ স্টাম্পের বাইরের বল বেশ দূর থেকে অফ সাইডে খেলার চেষ্টা করেন হিউম। বল তার ব্যাটের বাইরের কানায় লেগে জমা পড়ে লিটন দাসের গ্লাভসে।

৫৫ বলে ১৪ রান করেছেন হিউম। ফলে দ্বিতীয় ইনিংসে আয়ারল্যান্ড অলআউট হয় ২৯২ রানে। জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য ১৩৮।

শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩.৪ ওভারে ২৫ রান।

সংক্ষিপ্ত স্কোর (চতুর্থ দিন): আয়ারল্যান্ড দ্বিতীয় ইনিংসে ১১৬ ওভারে ২৯২/১০ (হোয়াইট ০*; হিউম ১৪, ম্যাকব্রাইন ৭২, মা. অ্যাডায়ার ১৩; টাকার ১০৮, টেক্টর ৫৬, মুর ১৬, ক্যাম্ফার ১, বালবির্নি ৩, ম্যাককলাম ০, কমিন্স ১)

বাংলাদেশ- প্রথম ইনিংসে ৮০.৩ ওভারে ৩৬৯/১০ (মুশফিক ১২৬, সাকিব ৮৭, মিরাজ ৫৫, লিটন ৪৩, তামিম ২১, মুমিনুল ১৭, তাইজুল ৪, শরিফুল ৪, ইবাদত ০, নাজমুল হোসেন শান্ত ০; ম্যাকব্রাইন ৬/১১৮)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *