লিটনের বিদায়ের পর বাংলাদেশের ৩০০

Slider খেলা

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় দিন নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং করছে বাংলাদেশ। তবে মুশফিকুর রহিমের সঙ্গে দারুণ জুটি গড়ে ফিরে গেলেন লিটন দাস। বেন হোয়াইটের বলে আউট হওয়ার আগে ৪১ বলে ৮ চারে দ্রুত ৪৩ তোলেন তিনি। পঞ্চম উইকেটে তারা ৮৪ বলে ৮৭ রান করেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬২ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৩০৩ রান করেছে বাংলাদেশ। মুশফিক ১২৩ রানে অপরাজিত আছেন। লিড দাঁড়িয়েছে ৮৯ রানে।

দ্বিতীয় দিনের শুরুতেই তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। মার্ক অ্যাডায়ারের বলে ব্যক্তিগত ১৭ রানে বোল্ড হন মুমিনুল হক। দলীয় অর্ধশতকের আগে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

তবে চাপ কাটিয়ে সাকিব-মুশফিক জুটিতে স্বস্তি ফিরে দাপট দেখায় বাংলাদেশ। কিন্তু ব্যক্তিগত ৮৭ রানে ফিরে যান সাকিব আল হাসান। অ্যান্ডি ম্যাকব্রিনের বলে উইকেটরক্ষক লোরকান টাকারের কাছে ক্যাচ দেন তিনি। ৯৪ বলে ১৪টি চারে এই ইনিংস খেলে বিদায় নিয়েছেন। সাকিবের বিদায়ে চতুর্থ উইকেটে ভাঙে ১৫৯ রানের (১৮৮ বল) জুটি।

দলীয় আড়াইশর পর সেঞ্চুরি তুলে নেন মুশফিকুর রহিম। ১৩৫ বলে তিন অংকের ঘরে পৌঁছান তিনি। টেস্ট ক্যারিয়ারে এটি তার দশম সেঞ্চুরি। যা তাকে সতীর্থ তামিম ইকবালের পাশে বসিয়েছে। সর্বোচ্চ ১১টি সেঞ্চুরি করে বাংলাদেশিদের মধ্যে শীর্ষে রয়েছেন মুমিনুল হক।

আজ বুধবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিনের খেলা সকাল ১০টায় শুরু হয়।

এর আগে গতকাল প্রথম দিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। তবে তাইজুল ইসলামে ঘূর্ণিতে ২১৪ রানে সফরকারীদের প্রথম ইনিংস শেষ হয়।

জবাবে ব্যাট করতে নেমে দিন শেষে ২ উইকেট হারিয়ে ৩৪ রান করে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত শূন্য ও তামিম ইকবাল ২১ রানে বিদায় নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *