হত্যা মামলায় দুই পুলিশ কারাগারে

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ

police_Arrest_Court_ctg_080714
গ্রাম বাংলা ডেস্ক: চট্টগ্রামে ব্যবসায়ী হত্যার অভিযোগে গ্রেপ্তার দুই পুলিশ সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালত।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) রেজাউল মাসুদ জানান, মঙ্গলবার ওই দুই পুলিশ সদস্যকে চট্টগ্রাম মহানগর হাকিম রহমত আলীর আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

তারা হলেন- পাঁচলাইশ থানার এসআই মো. আমীর হোসেন ও কনস্টেবল মোসলেম উদ্দিন।

নিহত ব্যবসায়ী রোকনুজ্জামান রোকনের স্ত্রী শিমু আক্তারের করা মামলায় সোমবার রাতে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে এই দুজনকে।

সোমবার সন্ধ্যায় বাকলিয়া থানায় ছয় পুলিশ ও এক আনসার সদস্যসহ দশজনকে আসামি করে ওই করে ওই মামলা করা হয়, যাতে পুলিশের দুজন ‘সোর্স’ও রয়েছেন।

গত ১৮ জুন রাতে নগরীর বাকলিয়া থানার সৈয়দ শাহ লেইন এলাকার বাসা থেকে রোকনুজ্জামানকে গ্রেপ্তারের পর পুলিশের হেফাজতে তার মৃত্যু হয়।

রোকনের পরিবারের সদস্যদের অভিযোগ, গত ১৮ জুন রাতে তাকে গ্রেপ্তারের সময় তারা পুলিশের কাছে গ্রেপ্তারি পরোয়ানা দেখতে চেয়েছিলেন। এসময় পুলিশ সদস্যরা রোকনকে মারধর করলে সে অসুস্থ হয়ে পড়ে । ওই অবস্থায় তাকে ধরে নিয়ে যায় পুলিশ। পরে রাত দেড়টায় রোকন মারা যান বলে তার পরিবারকে পুলিশ অবহিত করে।

ঘটনার পরদিন পুলিশ কর্মকর্তারা দাবি করেন, অসুস্থ বোধ করায় রোকনকে থানায় না নিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে পৌঁছালে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশের দাবি, গত ৫ জুন এক মহিলা রোকনুজ্জামানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন। এছাড়া তার প্রথম স্ত্রী পারভিন আক্তারের করা যৌতুকের মামলায়ও রোকনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

এই ঘটনার পর গত ২৫ জুন নিহতের দ্বিতীয় স্ত্রী শিমু আক্তার বাদি হয়ে আদালতে দশজনকে আসামি করে একটি মামলা করেছিলেন।

আদালত ঘটনা তদন্ত করে প্রতিবেদন দিতে নগর পুলিশের উপ-কমিশনারকে  (গোয়েন্দা) আদেশ দেন।

আদালতে করার মামলার আসামিদেরকেই সোমবার রাতে করা মামলায় আসামি করা হয়।

এদিকে এ ঘটনার পর মঙ্গলবার সকালে ছয় পুলিশ সদস্য ও এক আনসার সদস্যকে সাময়িক বরখাস্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *