ময়মনসিংহে ১৬ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

Slider গ্রাম বাংলা

মোঃ সামদানি হোসেন বাপ্পী ময়মনসিংহ।’রুপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অন্তর্ভুক্তিমূলক বিশ্বগঠন” এই প্রতিপাদ্য বিষয়ে গতকাল রোববার সকালে ময়মনসিংহ জয়নাল আবেদীন পার্ক বৈশাখী মঞ্চে ময়মনসিংহ জেলা প্রশাসন, জেলা সমাজ সেবা এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র ময়মনসিংহ এর আয়োজনে ১৬তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহে অতিরিক্ত পুলিশ সুপার(ট্রাফিক)এস এম মোহাইমেনর রশীদ, পিপিএম সেবা, সিভিল সার্জন ময়মনসিংহ, পক্ষে ডা. অনুপম রায় দত্ত, বিভাগীয় সমাজসেবা কার্যালয় অতিরিক্ত পরিচালক তাপস ফালিয়া,
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আঃ কাইয়ুম এসময় প্রধান অতিথি ৬ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার ও ৩ জনকে ইয়ার মেশিন বিতরণ করেন, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান, ময়মনসিংহ বসবাসরত বিভিন্ন ওয়ার্ড থেকে প্রতিবন্ধী শিশু, কিশোর, ও তাদের অভিভাবক বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *