রায়গঞ্জে ফুলজোড় নদীতে বর্জ্য অপসারণের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

Slider রাজশাহী


রায়গঞ্জে অপরিশোধিত বর্জ্য অপসারণে ফুলজোড় নদীতে পানি দুষিত হয়ে মাছ সহ জলজ প্রাণী মারা যাওয়ার প্রতিবাদে ঘণ্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১১টায় চান্দাইকোনা বাজার আদর্শ দোকান মালিক সমিতির উদ্দ্যোগে চান্দাইকোনা বাসস্ট্যান্ডে এ কর্মসুচি পালন করা হয়। চান্দাইকোনা বাজার আদর্শ দোকান মালিক সমিতির সভাপতি ফেরদৌস সরকার শামিমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ শহিদুল ইসলাম, জেলা বাপার আহব্বায়ক দীপক কুমার কর, সদস্য জাহাঙ্গীর আলম, চান্দাইকোনা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি রফিকুল ইসলাম বাবলু, রায়গঞ্জ উপজেলা বনিক সমিতির সভাপতি ফারুক আহম্মেদ শিখন, চান্দাইকোনা বাজার আদর্শ দোকান মালিক সমিতির সাধারন সম্পাদক মোঃ নাসির উদ্দিন লিটন প্রমুখ। মানববন্ধনে বক্তারা অবিলম্বে বগুড়া জেলার শেরপুরের এসআর কেমিক্যাল কোম্পানি ও মজুমদার প্রডাক্ট কারখানা দুটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং ভবিষ্যতে ফুলজোড় নদীর পানি যেন দুষিত না হয় সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানান। মানববন্ধনে সকল শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *