ঈদ উপলক্ষে মহাসড়কে লরি-ট্রাক-কাভার্ড ভ্যান বন্ধ থাকবে

Slider জাতীয়

obadul_sm._813064386
ঢাকা: ঈদের আগের তিনদিন এবং পরের তিনদিন সড়ক, মহাসড়কে লরি, ট্রাক এবং কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর ইস্কাটনের বিয়াম মিলনায়তনে আন্ত-মন্ত্রণালয়ের সভায় সভাপতির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, যানজট নিরসনে ঈদ উপলক্ষে এসব পরিবহন বন্ধ থাকবে। তবে ওষুধ ও পচনশীল খাদ্যবহনকারী যানবাহন এর আওতামুক্ত থাকবে।

সভায় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-রেলমন্ত্রী মুজিবুল হক, নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খান, এলজিইডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, বিভিন্ন মন্ত্রলণায়ের সচিবসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেন, কিছু ট্রাক চালকের জন্য ঢাকা শহরের মানুষ জিম্মি হয়ে থাকতে পারে না। সোমবার রাজধানীর ট্রাকচালক ও মালিকদের সঙ্গে আমি কথা বলেছে। রাস্তাঘাট যানজটমুক্ত রাখতে তারা আমাদের আশ্বাস দিয়েছেন।

ঢাকা শহরকে যানজট মুক্ত রাখতে সমন্বিতভাবে কাজ করতে হবে বলেও জানান তিনি।

রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ৯ জুলাই থেকে। সারা দেশে এক লাখ মানুষ ট্রেনে চলাচল করেন। ঈদের সময় তা বেড়ে আড়াই লাখে পৌঁছে।

তিনি জানান, ঘোরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে অতিরিক্ত ট্রেন নামিয়ে বিশেষ সার্ভিস চালু করা হবে।

ঈদ উপলক্ষে রেলের কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে বলেও জানান তিনি।

নৌমন্ত্রী শাহজাহান খান বলেন, ঈদে ফেরি এবং লঞ্চে অতিরিক্ত চাঁদা আদায় বন্ধ করা হবে। ফেরি এবং লঞ্চের সংখ্যাও বাড়ানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *