গাজীপুর: টঙ্গীর মিলগেট লাল মসজিদ বস্তি এলাকায় ফুটপাতের জায়গা দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একজন নিহত ও কমপক্ষে ৫ জন আহত হয়েছেন।
নিহত মঙ্গল চাঁন (৩০) এবং আহতরা হলেন- মঙ্গল চাঁনের ছোট ভাই ফালান (২৮), ইয়াসিন (২৫) ও শাহান শাহ (২২)। নিহতের লাশ টঙ্গী থানা পুলিশ উদ্ধার করে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার (২৩ জুন) দুপুর ২টার দিকে ওই এলাকার এসএস স্টিল মিলসের সামনে ফুটপাতের জায়গা দখলের ব্যাপারে প্রতিপক্ষ হাসান, সবুজ ও রাজুর সঙ্গে মঙ্গল চাঁনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাসান, সবুজ, রাজু ও তার দলের লোকজন চাইনিজ কুড়াল, সামুরাই ও চাপাতি দিয়ে মঙ্গল চাঁনকে এলোপাথাড়ি কোপায়। খবর পেয়ে মঙ্গল চাঁনের ছোট ভাই ফালান, ইয়াসিন, শাহান শাহ এগিয়ে এলে সন্ত্রাসীরা তাদেরকেও কোপায়।
এলাকাবাসী আহতদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় মঙ্গল চাঁন ও ফালানকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করেন। বিকেল ৫টার দিকে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গল চাঁন মারা যান। এখবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ ব্যাপারে টঙ্গী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।