গাজীপুরের শ্রীপুরে বহুতল ভবনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তিন শ্রমিক মারা গেছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সোয়া আটটার দিকে এ ঘটনা ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, বৃহস্পতিবার সকালে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্ব খন্ড এলাকায় স্কাইনিস পাওয়ার কোম্পানি নামের বহুতল ভবনে কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় অসাবধানতাবশত নির্মাণাধীন ভবনের রডের সঙ্গে পাশের বৈদ্যুতিক তারের সংস্পর্শ হলে শ্রমিকরা স্পৃষ্ট হন। এতে তিনজন মারা যান এবং বেশ কয়েকজন আহত হন।
আব্দুল্লাহ আল আরেফিন জানান, খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে। এ পর্যন্ত তিনজনের মরদেহ পাওয়া গেছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানাতে পারবেন বলে জানান তিনি।