গাজীপুরে  র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে  এক জন নিহত

Slider বাংলার মুখোমুখি

IMGP4919

 

 

 

 

 

 
খন্দকার হাছিবুর রহমান
গ্রামবাংলানিউজটোয়েন্টিফোর.কম
গাজীপুর অফিস : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব) এর সঙ্গে বন্ধুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। র‌্যাব গাজীপুর মর্গে লাশ রেখে গেছে। কোন নাম ঠিকানা লিখে যায়নি। তবে পুলিশ বলছে নিহতের নাম মামুন মিয়া(৩৫)। বাকী পরিচয় র‌্যাব বলবে।

মঙ্গলবার(২৩জুন) বেলা ১১টায় শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসেপাতালে গিয়ে দেখা যায়, নিহতের গায়ে একটি ছাই রংয়ের গেঞ্জি, জিন্সের প্যান্ট রয়েছে। একটি গামছা লাশের বুকের উপর পড়ে আছে। নিহতের বুক ও  ডান কানের চারপাশে গুলির চিহৃ রয়েছে। কানের নীচ দিয়ে রক্ত ঝড়ছে।

সকাল ৯টার মধ্যে গত ১২ ঘন্টায় যে  কোন সময় ওই ক্রসফায়ারের ঘটনা ঘটে।

শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের সিনিয়র স্টাফ নার্স মোঃ  রফিকুল ইসলাম   জানান, র‌্যাব-১ এর উপ-পরিদশক(এসআই) হাফিজুর রহমান ওই লাশটি রেখে গেছেন। তবে নাম পরিচয় দিয়ে যাননি।

গাজীপুর জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মোঃ সিরাজুল ইসলাম সংবাদটি নিশ্চিত করে বলেন, গাজীপুর মহানগরের হায়দরাবাদ এলাকায় পেট্র‌্রোল পাম্পের নিকটে র‌্যাবের  সঙ্গে  বন্দুক যুদ্ধে সন্ত্রাসী মামুন নিহত হয়েছেন। তার পরিচয় ও বিস্তরিত তথ্য দিয়ে র‌্যাব থানায় মামলা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *