ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি বেড়েছে

Slider অর্থ ও বাণিজ্য


আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম কমলেও বাংলাদেশে চলতি বছরের ফেব্রুয়ারিতে মুদ্রাস্ফীতির হার শূন্য দশমিক ২১ শতাংশ বেড়ে ৮ দশমিক ৭৮ শতাংশে দাঁড়িয়েছে। গতকাল রবিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) দেওয়া হালনাগাদ তথ্যে এমনটা বলা হয়েছে। তথ্যানুযায়ী, গত সাত মাস যাবৎ দেশে মূল্যস্ফীতির হার ৮ শতাংশের ওপরে রয়েছে।

গত বছরের ডিসেম্বরের ৮ দশমিক ৭১ শতাংশের তুলনায় চলতি বছরের জানুয়ারিতে মূল্যস্ফীতি কিছুটা কমে ৮ দশমিক ৫৭ শতাংশ হলেও ফেব্রুয়ারিতে তা আবারও বেড়েছে। শেষ এক দশকে দেশের সামগ্রিক মূল্যস্ফীতির হার সর্বোচ্চে পৌঁছায় গেল বছরের আগস্টে ৯ দশমিক ৫২ শতাংশ।

জানুয়ারিতে খাদ্যমূল্য সূচক ডিসেম্বরের ৭ দশমিক ৯১ শতাংশ থেকে ৭ দশমিক ৭৬ শতাংশে নেমে আসে। একই সময়ে নন-ফুড আইটেম বা খাদ্য নয় এমন পণ্যের মূল্যসূচক ৯ দশমিক ৯৬ শতাংশ থেকে ৯ দশমিক ৮৪ শতাংশে এসে দাঁড়ায়। ফেব্রুয়ারিতে শহরাঞ্চলে সামগ্রিক মূল্যস্ফীতির হার বেড়ে ৮ দশমিক ৭৫ শতাংশ হয়েছে, যা আগের মাসে ছিল ৮ দশমিক ৩৯ শতাংশ। এ সময়ে খাদ্য মূল্যসূচক ৭ দশমিক ৪১ শতাংশ থেকে বেড়ে ৭ দশমিক ৯৮ শতাংশ হয়। এর মধ্যে নন-ফুড আইটেমের মূল্যসূচক ৯ দশমিক ৪৮ শতাংশ থেকে বেড়ে ৯ দশমিক ৬১ শতাংশে পৌঁছায়।

বিবিএসের মূল্যস্ফীতির হার পর্যালোচনা করে দেখা গেছে, ফেব্রুয়ারি মাসে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি কমেছে ও খাদ্যে মূল্যস্ফীতির হার বেড়েছে। প্রসাধনসামগ্রী, জুতা, পরিধেয় বস্ত্র, বাড়ি ভাড়া, আসবাবপত্র, গৃহস্থালি পণ্য, চিকিৎসাসেবা, পরিবহন, শিক্ষা উপকরণ এবং বিবিধ সেবা খাতের মূল্যস্ফীতির হার কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *