বগুড়ার শেরপুর পল্লী উন্নয়ন একাডেমীতে ৪দিন ব্যাপি নারী উদ্যোক্তা মেলা

Slider নারী ও শিশু

মাসুদ রানা সরকার, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া পল্লী উন্নয়ন একাডেমী প্রাঙ্গণে চারদিন ব্যাপি নারী উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বুধবার, ৮ মার্চ/২০২৩, শুরু হওয়া ওই মেলাটি চলে গতকাল ১১মার্চ সন্ধ্যা পর্যন্ত। এ উপলক্ষ্যে এক বিশাল শোভাযাত্রা বের করা হয়। শোভা-যাত্রাটি স্থানীয় গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে একাডেমীর মিলনায়তনে “ডিজিট-অলঃ ইনোভেশন এন্ড টেকনোলজি ফর জেন্ডার ইকুয়ালিটি” শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন একাডেমীর মহাপরিচালক খলিল আহমদ (অতিরিক্ত সচিব)।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হাফিজা খাতুন। মূল প্রবন্ধ পাঠ করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এ.এইচ.এম কামাল। আলোচনায় অংশগ্রহণ করেন পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রাহেদুল ইসলাম, একাডেমির অতিরিক্ত মহাপরিচালক ড. আব্দুল্লাহ আল মামুন, পরিচালক ড. শেখ মেহেদী মোহাম্মদ ও একাডেমির যুগ্মপরিচালক মাজহারুল আনোয়ার ও পল্লী উন্নয়ন একাডেমীর মহিলা ক্লাবের সভানেত্রী রুবিনা আক্তার। সেমিনারে বুনিয়াদি প্রশিক্ষণে অংশগ্রহণকারী বিসিএস স্বাস্থ্য ও শিক্ষা ক্যাডারের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *