আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বলখ প্রদেশে সাংবাদিকদের পুরস্কার বিতরণীর একটি অনুষ্ঠানে বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন। তালেবান পুলিশের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। খবর আল-জাজিরার।
বলখ পুলিশের মুখপাত্র মোহাম্মদ আসিফ ওয়াজিরি বলেন, প্রদেশটির রাজধানী মাজার-ই-শরিফে তাবিয়ান ফারহাং সেন্টারে এই বিস্ফোরণ ঘটে। আজ শনিবার বেলা ১১টা নাগাদ সাংবাদিকরা সেখানে জমায়েত হয়েছিলেন।
মোহাম্মদ আসিফ ওয়াজিরি হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। আহতদের মধ্যে তিন শিশু আছে বলে জানান তিনি। এর দুইদিন আগে মাজার-ই-শরিফে বোমা বিস্ফোরণে প্রাদেশিক গভর্ণর নিহত হন।
প্রদেশটির এক সাংবাদিক মোহাম্মদ ফারদিন বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, বিস্ফোরণে তিনি এবং অন্যান্য সাংবাদিকরা আহত হয়েছেন। তবে এই নিয়ে তিনি বিস্তারিত আর কিছু বলেননি।
এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি বলে প্রতিবেদনে বলা হয়েছে। তবে আফগানিস্তানে তালেবানের প্রতিপক্ষ হিসেবে পরিচিত আইএসআইএস অঞ্চলটিতে হামলা চালিয়ে আসছে।