অক্সফোর্ডের টিকা নিরাপদ ও প্রতিরোধ ক্ষমতা গড়তে সক্ষম

Slider জাতীয়


অক্সফোর্ড ইউনিভার্সিটির বিজ্ঞানীদের তৈরি করোনা ভাইরাসের (কোভিড-১৯) টিকাটি ব্যবহারে নিরাপদ ও এটি গ্রহণকারীদের দেহে ভাইরাসটির বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম।সোমবার প্রকাশিত টিকাটির প্রথম দফা ক্লিনিকাল ট্রায়ালের পরীক্ষার ফলাফলে এমন তথ্য উঠে এসেছে।এ খবর দিয়েছে বিবিসি।

খবরে বলা হয়, অক্সফোর্ডের টিকাটির প্রথম দফা ক্লিনিকাল ট্রায়ালে ১ হাজার ৭৭ জন মানুষের উপর টিকাটি প্রয়োগ করা হয়েছে। এতে দেখা গেছে, তাদের মধ্যে অ্যান্টিবডি ও শ্বেত রক্তকণিকা তৈরি হয়েছে, যেগুলো করোনার বিরুদ্ধে লড়তে সক্ষম।

এই ফলাফল করোনার খুবই আশাপ্রদ। তবে টিকাটি সংক্রমণের বিরুদ্ধে সুরক্ষা দিতে সক্ষম কিনা তা নিশ্চিত করতে আরো পরীক্ষা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *