গাজীপুর বার নির্বাচন, আওয়ামীপন্থীদের জয়

Slider গ্রাম বাংলা

গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ২২ পদের মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ২১ পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। অপরদিকে শুধুমাত্র সহসভাপতি পদে জয় পেয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্রার্থী। ভোট গণনা শেষে শুক্রবার (০৩ মার্চ) প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন ফারুক ফলাফল ঘোষণা করেন।

সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত বিজয়ী প্রার্থীরা হলেন- সভাপতি আলহাজ্ব মো. আহছান উদ্দিন প্রধান, সহসভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক আলহাজ মিজানুর রহমান, সহসাধারণ সম্পাদক মু. মেহেদী হাসান (জজ), কোষাধ্যক্ষ মো. মিজানুর রহমান, লাইব্রেরি সম্পাদক মুহাম্মদ রওশন আলী, অডিটর মোহাম্মদ মাহবুব হাসান, সাংস্কৃতিক সম্পাদক সোহেল রানা, ক্রীড়া সম্পাদক মো. জাকির হোসেন, মহিলা সম্পাদিকা রাবেয়া ইয়াছমিন কল্পনা।

সদস্যরা হলেন- কাজী রাকিবুল ইসলাম রাকিব, খায়রুন নাহার রুমি, মো. বায়েজিদ বোস্তামী, মো. মামুনুর রশিদ (মামুন ভূঁইয়া), সালাহ উদ্দিন টিপু, সামছুল হক, মোহাম্মদ শাহ আলম মোল্লা, মো. সাগর আহমেদ শ্যামল, শাফিয়া সুলতানা, মনজুরুল হক এবং মোহাম্মদ আলমগীর হোসেন।

সহসভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্রার্থী হাসিনা আক্তার জাহান (বিথী) বিজয়ী হয়েছেন।

এর আগে বৃহস্পতিবার ওই নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ব্যালট ছিনতাই ও নির্বাচন কমিশনের পক্ষপাতিত্বের অভিযোগে ফলাফল প্রত্যাখ্যান করে বিএনপি-জাতীয় পার্টি সমর্থিত আইনজীবীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *