‘রায় ঘিরে কোন নাশকতা করতে দেয়া হবে না’

Slider জাতীয়

79854_km

 

 

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জামায়াত নেতা আলী আহসান মুজাহিদের বিরুদ্ধে যে রায় হয়েছে সব প্রক্রিয়া শেষে তা বাস্তবায়ন করা হবে। এই রায়কে ঘিরে কোন ধরনের নাশকতা করতে দেয়া হবেনা, তাদের সব পরিকল্পনা সম্পর্কে আমরা এখন অবগত এ কারণে তাদের কোন কিছু করার সুযোগও নেই।  মঙ্গলবার রাজশাহীর পবায় আনসার ভিডিপি আঞ্চলিক প্রশিক্ষন কেন্দ্রে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এরআগে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সেখানে নবগঠিত ৩৭ আনসার ব্যাটালিয়নের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আনসার সদস্যদের প্রশংসা করে বলেন, গ্রাম উন্নয়নে আনসার বাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ। সরকার আনসার বাহিনীর বিভিন্ন সমস্য সমাধানে সচেষ্ট রয়েছে। তাদের ভাতা বাড়ানোর প্রক্রিয়া চলছে।
অনুষ্ঠানে আনসার ভিডিপির মহা পরিচালক মেজর জেনারেল নাজিম উদ্দিন, সংসদ সদস্য আয়েন উদ্দিন, রাজশাহী বিভাগীয় কমিশনার হেলাল উদ্দিন, ডিআইজি ইকবাল বাহার উপস্থিত ছিলেন, আরএমপি কমিশনার মো. শামসুদ্দিন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *