কারচুপি করে নয়, জনগণ ভোট দিলেই ক্ষমতায় আসব : প্রধানমন্ত্রী

Slider রাজনীতি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সারাজীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছি। আমি কখনোই ভোট কারচুপির মাধ্যমে ক্ষমতায় আসতে চাই না। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের জনগণ আওয়ামী লীগকে ভোট দিলে, তবেই আমাদের দল দেশ পরিচালনার দায়িত্ব নেবে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে গণভবনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কাউন্সিলর ডেরেক শোলের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দলের সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম।

শেখ হাসিনা বলেন, দেশে প্রথমবারের মতো জাতীয় সংসদে নির্বাচন কমিশন পুনর্গঠন আইন পাস করা হয়েছে। এরপর সেই আইনের ভিত্তিতে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এর ফলে বর্তমান নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন এবং তাদের প্রশাসনিক ও আর্থিক স্বাধীনতাও রয়েছে। এ জন্য আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *