সয়াবিনের দাম আরও কমলো

Slider অর্থ ও বাণিজ্য


শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) সয়াবিনের সরবরাহ মূল্য আরও কমেছে। ব্রাজিলে তেলবীজটি রেকর্ড উৎপন্ন হয়েছে। ইতোমধ্যে তা বাজারে ঢুকতে শুরু করেছে। ফলে দামও নিম্নমুখী ধারায় রয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকডারের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

এক রিপোর্টে হাইটাওয়ার জানিয়েছে, বিশ্বের অন্যতম শীর্ষ সয়াবিন উৎপাদক আর্জেন্টিনা। দেশটিতে পর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে সরবরাহ সংকটের উদ্বেগ কাটছে। তেলবীজটির মূল্য হ্রাসের এটিও অন্যতম কারণ।

তবে সয়াবিনের দরপতনের নেপথ্য কারণ হিসেবে ব্রাজিলে উৎপাদন বৃদ্ধিকেই দেখা হচ্ছে। সিবিওটিতে সবচেয়ে সক্রিয় সয়াবিনের চুক্তি মূল্য কমেছে শূন্য দশমিক ৪ শতাংশ। প্রতি বুশেলের দাম স্থির হয়েছে ১৫ ডলার ৩১ সেন্টে।

এগ্রিবিজনেস কনসাল্টেন্সি ফার্ম এজিরুরাল এক বিবৃতিতে জানিয়েছে, গত বৃহস্পতিবার পর্যন্ত ব্রাজিলে সয়াবিনের মাড়াই সম্পন্ন হয়েছে ১৭ শতাংশ।
ব্রাজিলিয়ান কনসাল্টেন্সি ফার্ম এগ্রোকনসাল্ট জানিয়েছে, এবার দেশটিতে ১৫৩ মিলিয়ন টন সয়াবিন উৎপাদন হয়েছে। ইতোমধ্যে যা রেকর্ড গড়েছে।

এরই মধ্যে সয়াবিনের উৎপাদন বাড়ানোর চেষ্টা চালাচ্ছে চীন। ভোজ্যতেল তৈরির আরও প্রচেষ্টা করছে দেশটি। এরকমটি হলে দাম আরও কমবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *