কাপাসিয়ায় বাড়ি ঘরে হামলা ভাংচূর, অগ্নিসংযোগ

গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ ঢাকা বাংলার আদালত সারাদেশ

 

DSC07336

ষ্টাফ করেসপনডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস: কাপাসিয়া উপজেলার বারিষাব এলাকায় বাড়িতে হামলা, ভাংচূর ও অগ্নিসংযোগের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। ন্যায় বিচারের জন্য বাদী থানায় গেলে পুলিশ মামলা গ্রহন করেনি।

স্থানীয় সূত্র জানায়, বারিষাব গ্রামের মফিজ উদ্দিন ও মিন্টু মিয়াদের মধ্যে জায়গা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। পূর্বশত্রুতার জের ধরে ১জুলাই বিকালে মিন্টু মিয়ার নেতৃত্বে ২৫/৩০ জনের একটি স্বশস্ত্র দল প্রতিপক্ষ মফিজ উদ্দিনের বাড়িতে হামলা করে। হামলাকালে বাড়ি ঘর ভাংচূর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে মফিজ উদ্দিন ও তার  স্ত্রী সহ বেশ কয়েকজন আহত হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।

এই ঘটনায় মফিজ উদ্দিন বাদী হয়ে কাপাসিয়া থানায় একটি এজাহার দায়ের করেন। মফিজ উদ্দিনের অভিযোগ, স্থানীয় প্রভাবশালীদের চাপে পড়ে পুলিশ মামলা গ্রহন করছে না। কয়েকদিন যাবৎ তিনি ও তার লোকজন থানায় ঘুরাফেরা করছেন।

এ ব্যাপারে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আহসান উল্লাহ জানান, বাদী এসেছেন কিনা জানিনা।

জুলাই ০৭,২০১৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *