আরও ১৩ জনের করোনা শনাক্ত

Slider জাতীয়

বুধবার (১৮ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দুই হাজার ৪৬০টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং পরীক্ষা করা হয়েছে দুই হাজার ৪৫৮টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৫৩ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৩৯ শতাংশ।

দেশে এখন পর্যন্ত মোট করেনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৩৭ হাজার ৩৯৯ জন। এরমধ্যে ২৯ হাজার ৪৪১ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯০ হাজার ১৬৬ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে প্রথম একজনের করোনায় মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *