তীব্র শীত আর শৈত্য প্রবাহে কাঁপছে যশোর-চুয়াডাঙ্গা

Slider কৃষি, পরিবেশ ও প্রকৃতি

চুয়াডাঙ্গায় আজ ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। এনিয়ে টানা তিন দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় রেকর্ড করা হলো। যদিও আজ চুয়াডাঙ্গা ও যশোরে যৌথভাবে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

যশোর আবহাওয়া অফিসের কর্মকর্তারা জানিয়েছেন, সকাল ১০টায় তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড শীতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। খুব বেশি প্রয়োজন ছাড়া লোকজন ঘরের বাইরে বের হচ্ছে না। বিপাকে পড়েছে নিম্নআয়ের মানুষ। সবমিলিয়ে শীতে কাঁপছে গোটা যশোরাঞ্চল।

এদিকে চুয়াডাঙ্গার স্থানীয় আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান জানিয়েছেন, গত কয়েক দিন যাবৎ চুয়াডাঙ্গার কুয়াশাচ্ছন্ন থাকছে। এরমধ্যে শুরু হয়েছে মৃদু শৈত্য প্রবাহ। আজ টানা তিন দিনের মতো দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস চুয়াডাঙ্গা ও যশোরে যৌথভাবে রেকর্ড করা হয়েছে।

তাপমাত্রা হ্রাস পাওয়ায় শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। এরকম পরিস্থিতি থাকবে আরো দু-এক দিন। তাপমাত্রা আরো কমতে পারে বলেও জানান তিনি।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, রাজধানী ঢাকার তাপমাত্রা কিছুটা বেড়েছে। আজ সকালে ঢাকাতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৩ ডিগ্রি সেলসিয়াস। গতকালের তুলনায় আজ রাজধানীর তাপমাত্রা কিছুটা বেড়েছে। আজকেও ঢাকাতে কুয়াশা সেভাবে কমার কোনো আভাস নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *