‘বিএনপি আর কোনো সভা-সমাবেশে সরকারের অনুমতির অপেক্ষা করবে না’

Slider রাজশাহী

‘সকল ভয়-ভীতি, জুলুম-নির্যাতন উপেক্ষা করে সরকারকে বিদায় করতে হবে। বিএনপি আর কোনো সভা-সমাবেশে সরকারের অনুমতির অপেক্ষা করবে না।’

সোমবার (২ জানুয়ারি) বগুড়ায় ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল এমন কথা বলেন।

তিনি আরো বলেন, ‘দেশে সরকার পতনের যে আন্দোলন চলছে, তাতে প্রধান ভূমিকা রাখতে হবে ছাত্রদলকে। এরপর তারেক রহমানের পাশে দাঁড়িয়ে দেশকে এগিয়ে নিতে হবে।’

বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ‘সরকার দেশের অর্থনীতি ধ্বংস করে ফেলেছে। সেই ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিতে কসমেটিক্স মেখে এখন ভালো প্রমাণ করতে চায়। কিন্তু জনগণ বুঝে গেছে, তারা ভালো নেই।’

সমাবেশে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মাদ সিরাজ, কাজী রফিকুল ইসলাম, মোশারফ হোসেন, কেন্দ্রীয় নেতা জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুন্নবী সালাম, কে এম খায়রুল বাশার, খাদেমুল ইসলাম, রাকিবুল ইসলাম শুভ ও আবু হাসান প্রমুখ।

সমাবেশের সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলাম। সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান।

উল্লেখ্য, সমাবেশের আগে দুপুর ১টার দিকে বগুড়া শহরের আলতাফুনেচ্ছা খেলার মাঠ থেকে ছাত্রদলের র‌্যালি শুরু হয়। এতে বগুড়া জেলা ছাত্রদলের ২৪ ইউনিট অংশ নেয়। এছাড়াও বিভিন্ন কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরাও অংশ নেয়। এরপর র‌্যালিটি ছাত্র সমাবেশে গিয়ে মিলিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *