ইসমাঈল হোসেন, গাজীপুর: ২০২৩ সালের প্রথম দিনে দেশব্যপী বই উৎসবের অংশ হিসেবে ১ জানুয়ারী রবিবার গাজীপুর জেলায় প্রাথমিক পর্যায়ে ৬ লাখ ৫ হাজার ৯৩১ জন শিক্ষার্থীর মাঝে ২৫ লক্ষ ৪০ হাজার ৩৪০ টি বই বিতরণের কথা জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোফাজ্জল হোসেন। তিনি আজ সকালে জয়দেবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসবে সভাপতি হিসেবে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কামরুজ্জামান উপসচিব ডিডি এলজি।
সরেজমিন ঘুরে দেখা যায়, ইংরেজি নববর্ষের প্রথম দিনে সকাল থেকেই জেলার সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বই বিতরণ উৎসব শুরু হয়। জানা যায় প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে সকল শিক্ষার্থী প্রথম দিনে বই না পাওয়ার বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিস জানায়, আগামী এক সপ্তাহের মধ্যে সকল শিশুর হাতে বই তুলে দেয়া সম্ভব হবে।