দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট পাওয়া গেছে—— স্বাস্থ্যমন্ত্রী

Slider জাতীয়

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট বিএফ.৭-এর উপস্থিতি বাংলাদেশেও পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তবে চীনে করোনাভাইরাসের সংক্রমণের গতি বাড়ানো এই ভ্যারিয়েন্টটি যেন দেশে ছড়িয়ে না পড়ে, সেদিকে খেয়াল রাখা হচ্ছে বলে জানান তিনি। 

বৃহস্পতিবার সন্ধ্যায় মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এই ভ্যারিয়েন্ট চায়নায় দেখা দিয়েছে, যা বাংলাদেশে আমরা পেয়েছি। সেটি যেন ছড়িয়ে না যায়, সেদিকে আমরা নজর রেখেছি।’

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, কয়েকদিন আগে এবং গতকালও (বুধবার) চীন থেকে কিছু লোক এসেছে। তাদের পরীক্ষা করে কিছু লোকের গায়ে সংক্রমণ পেয়েছি। আক্রান্ত রোগীর প্রায় সংখ্যা আট জন। তাদের আইসোলশনে রাখা হয়েছে। পুরাপুরি সুস্থ না হওয়া এবং ভাইরাসমুক্ত না হওয়া পর্যন্ত তারা আইসোলশনে থাকবেন।’

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘চীনে নতুন যে ভ্যারিয়েন্টটি দেখা দিয়েছে, সেটি খুব বেশি ক্ষতিকারক নয়, অত ভয়ানক নয়। এই ভ্যারিয়েন্টে আক্রান্তদের মৃত্যুহার বেশি নয়। তবে এর সংক্রমণের ক্ষমতা অনেক বেশি ‘

সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে জাহিদ মালেক বলেন, ‘জনসমাগম এড়িয়ে চলতে হবে। বিভিন্ন অনুষ্ঠান, বাস ও দোকানপাটে মাস্ক পরতে হবে। সবাইকে সর্তক থাকতে হবে। কারণ যে কোনো সময় আক্রান্তের সংখ্যা বেড়ে যেতে পারে। আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে, যেন দেশবাসী আক্রান্ত না হয়। যারা বিদেশে যাচ্ছেন এবং দেশে যারা ভ্যাকসিন নেননি, তারা ভ্যাকসিন নিয়ে নিবেন।’

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘এর আগে বিভিন্ন দেশ ও আমাদের দেশের প্রবাসীদের মাধ্যমে দেশে করোনাভাইরাস ছড়িয়ে গিয়েছিল। এখনো সেই আশঙ্কা রয়েছে। এ বিষয়ে আমরা সতর্ককতা অবলম্বন করছি। কিন্তু আমরা দুশ্চিন্তায় নেই। প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি, নির্দেশনা দিয়েছি এবং আমরা প্রস্তুত আছি।’

মানিকগঞ্জে বিজয়মেলা উদযাপন কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দিনের সভাপতিত্বে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, পৌর মেয়র মো. রমজান আলী, সাবেক জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ইঞ্জিনিয়ার তোবারক হোসেন লুডু ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামসহ অন্যরা বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *