বাবা হারালেন চঞ্চল

Slider বিনোদন ও মিডিয়া


দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর বাবা রাধা গোবিন্দ চৌধুরী আর নেই। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী শাহনাজ খুশি।

জানা গেছে, ৯০ ছুঁই ছুঁই রাধা গোবিন্দ চৌধুরী সম্প্রতি হাসপাতালে ভর্তি ছিলেন। সেরিব্রাল অ্যাটাক হয়েছিল তার। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চলছিল চিকিৎসা। অবশেষে সব প্রচেষ্টা থামিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি।

শাহনাজ খুশি বলেন, ‘চঞ্চল চৌধুরীর বাবা আজ সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ইহজগতের মায়া ত্যাগ করেছেন। তার আত্মার শান্তি কামনা করি। চঞ্চল এবং তার পরিবার যেন এ শোক কাটিয়ে উঠতে পারে তার জন্য প্রার্থনা করি।’

তিনি জানান, চঞ্চলের বাবার শেষকৃত্য তার গ্রামের বাড়ি পাবনার কামার হাটে সম্পন্ন হবে।

এর আগে অসুস্থ বাবার জন্য দোয়া চেয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন চঞ্চল। সেখানে তিনি লেখেন, ‘বাবা আমার শীতে খুব কাবু। আমিও বাবার মতোই হয়েছি। শীত আসার অনেক আগেই বাবা শীতের কাপড় পরতে শুরু করে দেয়। বাড়িতে লেপ নামানো হয়েছে আরও এক দেড় মাস আগে। আয়োজন হয়েছে সবই, কিন্তু যার জন্য আয়োজন সেই মানুষটিই যে বাড়িতে নেই।’

তিনি আরও লেখেন, ‘আমার সেই বাবা আইসিইউ’র শীতল কক্ষে ১২ দিন ধরে অচেতন, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমরা বাবাকে বাঁচানোর সকল চেষ্টা করে যাই। প্রহর যেন শেষ হয় না। সকল শঙ্কা মুছে দিয়ে যদি ফিরে আসতে বাবা!’

পেশাগত জীবনে রাধা গোবিন্দ চৌধুরী ছিলেন একজন স্কুল শিক্ষক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *