চীন থেকে আসা ৪ নাগরিক আইসোলেশনে

Slider জাতীয়


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চার চীনা নাগরিকের র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট পজিটিভ হওয়ায় তাদেরকে ডিএনসিসি কোভিড হাসপাতালের আইসোলেশনে পাঠানো হয়েছে।
সোমবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকেলে চায়না ইস্টার্ন এয়ার লাইনসের একটি ফ্লাইটে ঢাকায় আসেন ২০ জন চীনা নাগরিক। তাদের মধ্যে প্রথমে কয়েকজনের কান অতিরিক্ত লালচে দেখে স্বাস্থ্য কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে র‌্যাপিড অ্যান্টিজেন কিটে তাদের নমুনা পরীক্ষা করা হলে চারজনের টেস্ট পজিটিভ আসে।

ডা. শাহরিয়ার সাজ্জাদ বলেন, আমরা এখনও নিশ্চিত নই তাদের করোনা আছে কি না। তারা চীন থেকে আসার সময় করোনা পরীক্ষা করেই এসেছেন। এখন তাদের রাজধানীর ডিএনসিসি করোনা হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর বলা যাবে তাদের করোনা হয়েছে কি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *