‘এটা মনে করবেন না, আপনি ছাড়া দেশ চলবে না। এটা হতে পারে না—জাফরুল্লাহ

Slider জাতীয়


গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘আলেমদেরকে আপনারা দুই বছরের বেশি সময় ধরে কারাগারে রেখেছেন। তাদের অপরাধ কী? অপরাধ, নরেন্দ্র মোদির বিরুদ্ধে স্লোগান দিয়েছে। এটা কোনো অপরাধ হতে পারে? যার কারণে দুই বছর আপনি আটকে রাখবেন?’

আজ শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ভাসানী অনুসারী পরিষদে যোগদান অনুষ্ঠানে এ কথা বলেন দলটির প্রধান উপদেষ্টা জাফরুল্লাহ চৌধুরী।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘হেফাজতকে ডেকে চা খাওয়াচ্ছেন।‌ বিষয়টা কি ঘুষ দিয়ে রাজনীতি করতে চান?’

প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘এটা মনে করবেন না, আপনি ছাড়া দেশ চলবে না। এটা হতে পারে না।’

বিএনপির উদ্দেশে জাফরুল্লাহ বলেন, ‘২৭ দফা বাস্তবায়ন করতে হলে অন্য দলগুলো সঙ্গে নিয়ে এখনই ঘোষণা করতে হবে যে তারা দু-চারজন করে সংসদ সদস্য পাবে।‌ কারণ, শত ফুল ফুটলেই জাতি বিকশিত হয়। কেউ খাবে কেউ খাবে না, সেটা হতে পারে না।’

ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। এ অনুষ্ঠানে জাতীয়তাবাদী গণতান্ত্রিক যুব আন্দোলনের ১৮ জন নেতা ভাসানী অনুসারী পরিষদে যোগ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *