অস্ট্রেলিয়ায় বন্দুক হামলায় দুই পুলিশ কর্মকর্তাসহ নিহত ৩

Slider সারাবিশ্ব

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে একটি প্রত্যন্ত অঞ্চলে দুই পুলিশ কর্মকর্তা ও এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে।
ব্রিসবেন থেকে ২৭০ কিলোমিটার পশ্চিমে উইয়াম্বিলায় একজন নিখোঁজ ব্যক্তির সন্ধানে কাজ করছিলেন পুলিশ কর্মকর্তারা।

দুষ্কৃতকারীরা এখনও পলাতক রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছে পুলিশ। বাসিন্দাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাড়ির ভিতরে থাকতে বলা হয়েছে।

কুইন্সল্যান্ডের পুলিশ কমিশনার ক্যাটারিনা ক্যারল বলেন, চারজন পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। আহতদের একজন গুলিবিদ্ধ হয়েছেন, অন্যজন সেখান থেকে সরে যেতে পেরেছেন। তবে দুজনই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ক্যারল বলেন, বন্দুকধারীদের এখনও হেফাজতে নেওয়া যায়নি। পুলিশ বিমান সহায়তা দিচ্ছে বিশেষজ্ঞ বাহিনী পোলএয়ার।

নিহত কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে এটি সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা। তারা জনগণকে সুরক্ষিত রাখতে চূড়ান্ত ত্যাগ স্বীকার করেছেন।

সংবাদ সম্মেলনে কুইন্সল্যান্ডের পুলিশবিষয়ক মন্ত্রী মার্ক রায়ান বলেন, এটি আমাদের জন্য একটি বেদনাদায়ক ও ধ্বংসাত্মক ঘটনা।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ বলেন, এটি কুইন্সল্যান্ড পুলিশ কর্মকর্তাদের পরিবার ও বন্ধুদের জন্য একটি হৃদয়বিদারক দিন। তারা কর্তব্য পালন করতে গিয়ে প্রাণ হারিয়েছেন।

কুইন্সল্যান্ডের সাবেক পুলিশ কর্মকর্তা এবং বিরোধী লিবারেল পার্টির নেতা পিটার ডাটন বলেন, পুলিশ অফিসারদের হত্যা গভীর পীড়াদায়ক। পুলিশ কর্মকর্তারা প্রতিদিনই বিপদের সম্মুখীন হচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *