ডিগনিটি টেক্সটাইল বন্ধ ঘোষনা বেতন পরিশোধ করছে কর্তৃপক্ষ

Slider জাতীয়

DSC00217
 

 

 

 

 

শারমিন সরকার

ব্যুারো চীফ

গ্রামবাংলানিউজটোয়েন্টিফোর.কম
শ্রীপুর অফিস:  অগ্নিকাণ্ডে সর্বশান্ত প্রায় ডিগনিটি টেক্সটাইল লিমিটেড  সাত দিন বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধও
করছেন তারা।

সোমবার(১ জুন) সন্ধ্যা থেকে কারখানার প্রায় চার হাজার শ্রমিকের বকেয়া বেতন দেয়া শুরু করেছে কর্তৃপক্ষ।

ধ্বসে পড়া ভবনের প্রধান গেটের সামনে লাইন ধরে দাঁড়িয়ে বেতন নিচ্ছেন শ্রমিকেরা। একদিন আগের কর্মস্থল এখন বিধ্বস্থ। মাটির সঙ্গে মিশে গেছে প্রায়। শ্রমিকেরা যখন বেতন নিচ্ছিলেন তখনো কারখানার ভেতরে বিচ্ছিন্নভাবে আগুন জ্বলছিল।

এদিকে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান লিটন বলেছেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান এখনো জানা যায়নি। এ ছাড়া
মালিকপক্ষও ক্ষয়ক্ষতির বিষয়ে কোন আবেদন করেননি।

রোববার দুপুরে খাবারের বিরতির পর ওই কারখানার তৃতীয় তলার নিটিং সেকশনে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ফ্লোরের চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে
শ্রীপুর, ভালুকা, গাজীপুরসহ আশেপাশের ১৮টি ইউনিট প্রায় ২০ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রনের সময় সোমবার সকাল ৭টায় আগুন জ্বলা অবস্থায় কারখানার ৩,৪,৫,  ৬ তলা ধ্বসে পড়ে। এরপর সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *