আমানের জামিন, কারাগারে রিজভী-এ্যানি-খোকনসহ ৪৪৫

Slider বাংলার আদালত


পল্টন থানায় নাশকতার অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন বিএনপি নেতা আমানউল্লাহ আমান ও আবদুল কাদের ভূঁইয়া জুয়েল।

তবে রুহুল কবির রিজভী, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, শামসুর রহমান, খায়রুল কবির খোকনসহ ৪৪৫ জনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জেল হোসেনের আদালত এ আদেশ দেন।

অসুস্থতার কারণে আমান ও আবদুল কাদেরের জামিন মঞ্জুর করেন আদালত।

পল্টন ও মতিঝিল থানায় করা পৃথক আরও দুটি মামলায় বিএনপির ২৩ নেতাকর্মীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

নয়াপল্টনে গতকাল বুধবার বিএনপি নেতাকর্মী ও পুলিশের মধ্যকার সংঘর্ষের ঘটনায় পল্টন থানায় বিএনপির ১ হাজার ৯০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করে পুলিশ।

৪৭৩ জনের নামে এবং অজ্ঞাতনামা ১ হাজার ৫০০ জনের বিরুদ্ধে এ মামলা করা হয়।

একই ঘটনায় মতিঝিল ও শাহজাহানপুর থানায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে আরও ২টি মামলা করা হয়।

বিস্ফোরক দ্রব্য আইনে করা এই ২ মামলায় বিএনপির ৮০ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২৫০ জনকে আসামি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *